প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : এবার ঢাকাইয়া ভাষায় নির্মিত হয়েছে উইলিয়াম সেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট অবলম্বনে নাটক। নাটকে তিশা জুলিয়েট ও নিশো রোমিও চরিত্রে অভিনয় করেছেন। গল্পের নাট্যরূপ দিয়েছেন সারওয়ার রেজা জিমি। পরিচালনা করেছেন তুহিন হোসেন। আগামী ১৪ ফেব্রæয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে। পরিচালক জানান, নাটকে রোমিও জুলিয়েট গল্পের খুব বেশি পরিবর্তন করা হয়নি। সবকিছুই ঠিক আছে। নাটকের শেষে রোমিও জুলিয়েটের মৃত্যুও দেখানো হবে। তিনি জানান, দর্শকের কথা চিন্তা করেই নাটকে ঢাকাইয়া ভাষার সংলাপ ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, রোমিও জুলিয়েট গল্প কারো অজানা নয়। ফলে নাটকটি দর্শক দেখবে কেন? তাই নাটকে ঢাকাইয়া ভাষার সংলাপ ব্যবহার করেছি, যাতে দর্শক বিনোদন পান। এ ছাড়া আরো অনেক চমক রয়েছে। তিশা ও নিশো চমৎকার অভিনয় করেছেন। আশা করছি, নাটকটি দেখে দর্শক নিরাশ হবেন না।
ছবি ঃ রোমিও-জুলিয়েট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।