মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : কর্মী অভাবে হুমকির মুখে পড়া মার্কিন ব্যবসার ধস ঠেকাতে নতুন করে ১৫ হাজার অস্থায়ী ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার দেশটির হোমল্যান্ড সিকিউরিটির বরাতে এই তথ্য নিশ্চিত করে ব্রিটিশ বার্তা সংস্থা। মার্কিন শ্রমমন্ত্রী আলেকজান্ডার কস্তার সঙ্গে বৈঠকের পর হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জন কেলি এই সিদ্ধান্ত নেন। এক বিবৃতিতে তিনি বলেন, মার্কিন ব্যবসায়ীদের সহায়তা করতে হোমল্যান্ড সিকিউরিটি এই অস্থায়ী ভিসার অনুরোধ জানিয়েছে। কর্মীরা রিসোর্ট, সিফুড তৈরিসহ অন্যান্য কাজ করতে পারবে। চলতি বছরেই জন কেলিকে ভিসা দেয়ার অনুমতি দিয়েছিলো কংগ্রেস। তবে এমন সিদ্ধান্তের বিরোধিতা করছেন কেউ কেউ। তাদের মতে, এতে করে মার্কিনীদের অনেকের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। নাম্বার ইউএসএর প্রেসিডেন্ট রয় বেক বলেন, এতে করে মার্কিনীদের কর্মসংস্থান হুমকির মুখে পড়তে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রæতিতে বলেছিলেন মার্কিনীদের কাজ সবার আগে। কিন্তু সেটি পূরণে ব্যর্থ হচ্ছেন তিনি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।