মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনে গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে অবস্থিত রাশিয়ার দুটি কূটনৈতিক দপ্তর বন্ধ করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সেই দপ্তর দুটি চালু করতে পারে বলে আভাস দিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সার্গেই রেবকভ। স্থানীয় সময় গত সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে দুই দেশের শীর্ষ কর্তাদের এক বৈঠকের পর এমন আভাস দেন রেবকভ। ২০১৬ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ এনে যুক্তরাষ্ট্র থেকে ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়। এ ছাড়া বন্ধ করে দেয়া হয় রাশিয়ার দুটি কূটনৈতিক দপ্তর। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে বেশ ক্ষুব্ধ হয় রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ একে দিনে-দুপুরে ডাকাতি বলে উল্লেখ করেন। সোমবারের বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকদের মধ্যে তিন ঘণ্টাব্যাপী বেশ গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকের পর উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সার্গেই রেবকভ জানান, রাশিয়ার কূটনৈতিক দপ্তর দুটি আবার খোলার বিষয়টি প্রায় সমাধান হয়েছে। তবে এ বিষয়ে মুখ খোলেননি বৈঠকে উপস্থিত যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা। বৈঠক শুরুর আগেই দপ্তর দুটি আবার চালু করার বিষয়ে নিজেদের দাবির কথা পরিষ্কার করে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ বিষয়ে এক বিবৃতিতে বলেন, কূটনৈতিক দপ্তরগুলো আবার চালু করার জন্য যুক্তরাষ্ট্রের কোনো ধরনের শর্তকে আমরা অগ্রহণযোগ্য মনে করি। কোনো শর্ত ও আলোচনা ছাড়াই এগুলো চালু করা উচিত। সোমবার অনুষ্ঠিত বৈঠকটি চলতি বছরের জুনেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ইউক্রেনে রাশিয়ার বিভিন্ন তৎপরতায় দেশটির ৩৮ কূটনীতিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এর ফলে সে সময় বৈঠকটি বাতিল করা হয়। বিবিসি, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।