মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : কোরীয় উপদ্বীপের উত্তেজনা নিরসনে দক্ষিণ কোরিয়া আলোচনার যে প্রস্তাব দিয়েছে তাতে এখন পর্যন্ত সাড়া দেয়নি উত্তর কোরিয়া। গতকাল মঙ্গলবার সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়। মন্ত্রণালয়ের মুখপাত্র মুন সাং-কিউন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, দক্ষিণ কোরিয়ার সংলাপের প্রস্তাবের ব্যাপারে উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এ ব্যাপারে পিয়ংইয়ংয়ের সাড়া দেয়া অনুযায়ী মন্ত্রণালয় পদক্ষেপ নেবে। দু’দেশের সীমান্ত বরাবর যেকোন ধরনের উস্কানিমূলক কর্মকান্ড বন্ধে উভয় দেশের সামরিক কর্তৃপক্ষের মধ্যে সংলাপ অনুষ্ঠানে মন্ত্রণালয় উত্তর কোরিয়ার কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়। সিউল ওই প্রস্তাবে উত্তর কোরিয়ায় অবস্থিত অস্ত্রবিরতি কার্যকর থাকা পানমুনজম গ্রামের তনগিলগাকে শুক্রবার সংলাপ অনুষ্ঠানের অনুরোধ জানায়। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোন সাড়া মেলেনি। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।