Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কূটনৈতিক সম্পত্তি ফেরত না দিলে পাল্টা ব্যবস্থা : রাশিয়া

| প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে রাশিয়ার কূটনৈতিক সম্পত্তি ফেরত না দিলে রাশিয়া পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে। গতকাল মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ সংক্রান্ত এক বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়া শেষ হওয়ার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হুমকি দেয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। রাশিয়ার পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী সার্গেই রিয়াবকভ ও যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট থমাস শ্যানন বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় হ্যাকিংয়ের অভিযোগে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্র থেকে ৩৫ রাশিয়ান কূটনীতিককে বহিস্কার এবং দুটি কূটনৈতিক কম্পাউন্ড জব্দ করেন। রাশিয়া ওই অভিযোগ অস্বীকার করলেও কূটনীতিক বহিষ্কার নিয়ে পাল্টা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তারা তখন বলেছিল, নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের এ বিষয়ক সিদ্ধান্তের জন্য তারা অপেক্ষা করবে। রিয়াবকভ ও শ্যাননের বৈঠকের উপর অনেক কিছু নির্ভর করছে বলে সোমবারও জানায় মস্কো। কিন্তু মঙ্গলবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সমস্যার এখনো কোনো সমাধান মেলেনি। রাশিয়া জোর দিয়ে বলেছে, যদি যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত এবং আমাদের কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোর কাজে ধারাবাহিক বাধা দেয়াসহ অন্যান্য বিরক্তিকর কার্যক্রম বন্ধ না করে, তাহলে প্রতিক্রিয়ার নীতি অনুযায়ী পাল্টা ব্যবস্থা নেয়ার অধিকার আমাদেরও আছে, বিবৃতিতে এমনটাই বলা হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত স্থায়িত্ব নিয়ে ধারাবাহিক আলোচনা শুরুতে রাশিয়ার আগ্রহের কথাও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়; এখন সিদ্ধান্ত ওয়াশিংটনের- বিবৃতিতে বলে তারা। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ