Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার উত্তেজনাবর্ধক পিলে ট্রাম্পের মুখচ্ছবি

ওয়েবসাইটে এক হাজার পিল বিক্রি হচ্ছে ১২০০ ইউরোতে

| প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখচ্ছবির আদলে তৈরি হচ্ছে উত্তেজনাবর্ধক পিল। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখচ্ছবির আদলে তৈরি করা হচ্ছে যৌন উত্তেজনাবর্ধক পিল। গোলাপি ও কমলা রঙের ওই পিলগুলো তৈরি হচ্ছে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে। তারপর সেগুলো বিক্রি হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে। বিজ্ঞাপনে বলা হয়েছে, ওই পিল গ্রহণ করলে শরীরে উত্তেজনা বৃদ্ধি পায়, আনন্দ অনুভূত হয় এবং চাঞ্চল্য বেড়ে যায়। যুক্তরাজ্যের একটি ওয়েবসাইটে এক হাজার পিল বিক্রি হচ্ছে এক হাজার ২০০ ইউরোতে। যেখানে ট্রাম্প সরকারের সেøাগান মেক আমেরিকা গ্রেট অ্যাগেইনকে মজা করে লেখা হয়েছে ট্রাম্প মেকস পার্টিয়িং গ্রেট অ্যাগেইন। এর অর্থ করলে দাঁড়ায়, ট্রাম্প পার্টি করাকে আবার মহান করে তুলবে। আরেকটি ওয়েবসাইটে বলা হয়, কমলা রঙের মানসম্পন্ন ডোনাল্ড ট্রাম্প ট্যাবলেট। এই পিল আপনার মাথা খারাপ করে দেবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ