Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলোকস্টে হাত ছিল ফ্রান্সের

| প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হলোকস্টে হাত ছিল ফ্রান্সেরও- এক অনুানে সরাসরি এম মন্তব্য করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর। ম্যাক্রোঁ তীব্র সমালোচনার সুরে বলেন, ফ্রান্সই গোটা বিষয়টির পিছনে ছিল। কোনও এক জন জার্মানও সরাসরি এতে জড়ায়নি। ফ্রান্স থেকে অন্তত ৭৬ হাজার ইহুদিকে পাঠিয়ে দেয়া হয় নাৎসি ক্যাম্পে। হলোকস্ট পেরিয়ে বেঁচে ফিরেছেন যাঁরা, এই অনুানে স্মৃতিচারণ করলেন তাঁরাও। যারা ইহুদি-হত্যায় ফ্রান্সের এই ভূমিকাকে লঘু করে দেখেন, তাদেরও এক হাত নিয়েছেন তিনি। এদের মধ্যে আছেন প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাক্রোঁর প্রধান প্রতিদ্ব›দ্বী দক্ষিণপন্থী নেত্রী মারিন ল্য পেন। প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ভেল দিভ স্টেডিয়ামে নিহত ইহুদিদের স্মৃতিতে এক অনুানে গত রোববার উপস্থিত ছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানেই ফরাসি প্রেসিডেন্টের গলায় শোনা যায় ইহুদি হটানো নিয়ে তার দেশের নেতিবাচক ভূমিকার কথা। সেখানে ইসরাইল-প্যালেস্টাইনের শান্তি আলোচনার ডাকও দেন ম্যাক্রোঁ। ৭৫ বছর আগেকার স্মৃতিচারণায় ফরাসি প্রেসিডেন্ট তুলে আনেন আধুনিক ফ্রান্সের ইতিহাসে ইহুদিদের সেই ব্যাপক ধরপাকড়ের কলঙ্কজনক অধ্যায়। ১৯৪২ সালে নাৎসি অফিসারদের নির্দেশে ভেল দিভ সাইক্লিং ট্র্যাক থেকে ১৩ হাজারেরও বেশি ফরাসি ইহুদিকে আটক করে এ দেশের পুলিশ। তাঁদের পরে পাঠিয়ে দেয়া হয় কনসেনট্রেশন ক্যাম্পে। তার মধ্যে ছিল চার হাজারেরও বেশি শিশু। যাদের একশোরও কম শেষ পর্যন্ত বেঁচেছিল। অর্ধেক শতক পার হওয়ার পরে ফরাসি পুলিশের এই ভূমিকা নিয়ে প্রথম ক্ষমা চেয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট জাক শিরাক। এবং পরবর্তীকালে ফ্রাসোয়াঁ ওলাঁদও। যদিও তাঁদের সঙ্গে সহমত নন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়া ন্যাশনাল ফ্রন্ট নেত্রী মারিন ল্য পেন। তাঁর মতে, ভেল দিভের ঘটনার জন্য ফ্রান্স দায়ী বলে আমার মনে হয় না। বলা ভাল, ওই সময়ে যারা ক্ষমতায় ছিল, দায় তাদের। ফ্রান্সের নয়। মারিন ল্য পেন এই ভূমিকার জন্যই ভোট ময়দানেও সমালোচিত হন। উঠে আসে তাঁর চরমপন্থী বাবা জঁ মারি ল্য পেনের কথাও। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ