Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্দান্ত জয়ে সিরিজে দক্ষিণ আফ্রিকা

| প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার পেসারদের সাথে যোগ দিলেন লেগ স্পিনার কেশভ মহারাজও। ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডও গুটিয়ে গেল মাত্র ৪৪.২ ওভারে। ৪৭৪ রানের রেকর্ড তাড়া করতে নেমে ১৩৩ রানেই গুটিয়ে তারা ম্যাচ হারল ৩৪০ রানের বিশাল ব্যবধানে।
নতুন সন্তানের মুখ দেখতে দেশে থাকায় সেখান থেকেই লর্ডস টেস্টে হার দেখতে হয়েছিল ফাফ ডু প্লেসিকে। ফিরে এসে দায়ীত্ব বুঝে নিয়েই দলকে ফেরালেন সমতায়। আগের দিনের শেষ বেলায় ৪ ওভারে বিনা উইকেটে ১ রান তুলে দিন শেষ করেছিলো ইংল্যান্ড। গতকাল চতুর্থ দিনে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা গুটিয়ে যায় ১৩৩ রানে। শুরুটা হয় ৪ রানে জেনিংসকে হারিয়ে। ৭২ রানেও ছিল ৩ উইকেট। একপ্রান্তে ভরসা হয়ে থাকা অ্যালিস্টার কুক (৪২) ফিরতেই আর কেউ দাঁড়াতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে ইংলিশদের ব্যাটসম্যানরা। শেষ ১১ রানে তারা হারায় ৫ উইকেট, ১৩৩ রানে দাঁড়িয়েই শেষ ৩টি। দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলান্ডার ও কেশব মহারাজ নেন ৩টি করে উইকেট, ওলিভার ও মরিস ৩টি করে। ৪ ম্যাচ সিরিজ এখন ১-১ সমতায়। ওভালে আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় টেস্ট।
দক্ষিণ আফ্রিকা : ৩৩৫ ও ৩৪৩/৯ডিক্লে. ও ১০৪ ওভারে ৩৪৩ (আমলা ৮৭, এলগার ৮০, মঈন ৪/৭৮)। ইংল্যান্ড : ২০৫ ও ৪৪.২ ওভারে ১৩৩ (কুক ৪২, মঈন ২৭, ফিলান্ডার ৩/২৪, মহারাজ ৩/৪২)। ফল : দক্ষিণ আফ্রিকা ৩৪০ রানে জয়ী।
ম্যাচসেরা : ভারনন ফিল্যান্ডার (দক্ষিণ আফ্রিকা)। সিরিজ : ৪ ম্যাচের সিরিজে ১-১ সমতা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ