নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ওয়ালটন প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বড় জয় পেয়েছে গ্রিন ও ব্র্যাক ইউনিভার্সিটি। গতকাল দুই ভেন্যুতে টুর্নামেন্টের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়। কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ফারইস্ট ইউনিভার্সিটি ১-০ গোলে হারায় ড্যাফোডিল ইউনিভার্সিটিকে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের আহসানউল্লাহ। একই মাঠে দ্বিতীয় ম্যাচে রানার হ্যাটট্রিকের সুবাদে গ্রিন ইউনিভার্সিটি ৫-০ গোলের জয় পায় আহসানউল্লাহ ইউনিভার্সিটির বিপক্ষে। ম্যাচ সেরা হন জয়ী দলের রানা। এই ভেন্যুর তৃতীয় ম্যাচে ইউল্যাব গোলশূন্য ড্র করে সাউদার্ন ইউনিভার্সিটির বিপক্ষে । ম্যাচ সেরার পুরষ্কার পান ইউল্যাবের গোলরক্ষক অভি। অন্যদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ভেন্যুর প্রথম ম্যাচে ব্র্যাক ইউনিভার্সিটি ৬-০ গোলের বড় ব্যবধানে হারায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটিকে। বিজয়ী দলের সাজির ম্যাচ সেরা নির্বাচিত হন। দিনের শেষ ম্যাচে নর্থ সাউথ ইউনিভার্সিটি ৪-১ গোলে হারায় বাংলাদেশ টেক্সটাইলস ইউনিভার্সিটিকে। ম্যাচের সেরা খেলোয়াড়েরর পুরষ্কার পান নর্থ সাউথ দলের অনিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।