Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ার বদলে আফগানিস্তান

| প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : নিজেদের বোর্ডের সঙ্গে আর্থিক দ্ব›দ্ব থাকায় দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে না অস্ট্রেলিয়ান ‘এ’ দল। ফলে তাদের পরিবর্তে দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজে খেলবে আফগানিস্তান ‘এ’ দল। অজিরা দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করায় আফগানিস্তানকে আমন্ত্রণ জানায় প্রোটিয়ারা। তদের এ আমন্ত্রণ গ্রহণ করে আফগানিস্তান। চলতি মাসের শেষ দিকে ভারত ও আফগান ‘এ’ দলকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আর্থিক সমস্যার কারনে বোর্ডের সাথে নতুনভাবে চুক্তি করেনি অজিদের ২শ’র বেশি ক্রিকেটার। তাই বোর্ডের সঙ্গে এখন তাদের কোন সর্ম্পক নেই। এজন্য দক্ষিণ আফ্রিকা সফর বর্জন করে অস্ট্রেলিয়া ‘এ’ ও অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)। ত্রিদেশীয় সিরিজের জন্য আফগানিস্তান ‘এ’ দলকে আমন্ত্রণ জানানো প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, ‘আমরা খুব খুশি যে, আফগানরা আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছে। আমাদের দেশে প্রথমবারের মত আসার জন্য তাদের অগ্রিম স্বাগতম জানাচ্ছি। গেল ক’বছর আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করার জন্য গত মাসে আইসিসি আফগানিস্তানকে টেস্ট স্ট্যাটাস দেয়। তারা একটি ক্রিকেট পাগল জাতি এবং আমি আশা করি, আসন্ন ত্রিদেশীয় সিরিজে ভারত ‘এ’ ও আমাদের ‘এ’ দলের বিপক্ষে নজর কাড়া পারফরমেন্সই করবে আফগানিস্তান।’
আফগানিস্তানের প্রধান নির্বাহী শফিকুল্লাহ স্তানিকজাই বলেন, ‘ত্রিদেশীয় সিরিজ খেলতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আমন্ত্রণ পেয়ে আমরা সত্যিই খুব আনন্দিত। এই প্রথমবারের মত আমরা সেই দেশ সফর করবো এবং আমি নিশ্চিত ত্রিদেশীয় সিরিজে প্রতিদ্বন্বদ্বীতাপূর্ণ ক্রিকেটই খেলবে আফগানিস্তান ‘এ’ দল।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ