Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গি সোহেল মাহফুজ আবারো রিমান্ডে

| প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলায় গ্রেফতারকৃত নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার আব্দুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজের (২৫) আবারও ৬ দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন। এর আগে এ মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির সোহেলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে ৯ জুলাই সোহেল মাহফুজকে সাত দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছিলেন আদালত। পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির ওই সময় তাঁকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছিলেন। গত বছরের ১ জুলাই রাতে পাঁচ জঙ্গি গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কে হোলি আর্টিজান বেকারিতে হামলা চালায়। এ হামলায় নিহত হন দেশি-বিদেশি ২০ নাগরিক। জঙ্গিদের হামলায় নিহত হন পুলিশের দুজন কর্মকর্তা। পরদিন সকালে সেনা নেতৃত্বে অভিযানের মধ্য দিয়ে জঙ্গিদের ১২ ঘণ্টার জিম্মি-সংকটের অবসান হয়। ওই অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়। রিমান্ড আবেদনে বলা হয়, গুলশানে জঙ্গি হামলা মামলার পরিকল্পনাকারীদের একজন সোহেল মাহফুজ। তিনি নব্য জেএমবির শুরা সদস্য। দীর্ঘদিন ধরে সে নব্য জেএমবির সদস্য সংগ্রহ ও মোটিভেট করে আসছিল। এই আসামি তামিম চৌধুরী, মারজান, বাসরুজ্জামান চকলেটসহ অন্যান্যদের সাথে মিলে হলি আর্টিজান বেকারিতে হামলার সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া তিনি হামলায় ব্যবহৃত অস্ত্র ও গ্রেনেড সরবরাহ করাসহ আনুষাঙ্গিক কার্যক্রম সম্পন্ন করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্ব তথ্য দিয়েছেন। আরও তথ্য উদ্ধারের জন্য তাকে পুনরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এর আগে গত ৮ জুলাই ভোরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের পুষকিনি গ্রামের একটি আমবাগানের টংঘর থেকে সোহেলকে গ্রেফতার করা হয় বলে কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) দাবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ