Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ায় বন্যার মতো ছড়িয়ে পড়ছে জাল নোট : পুলিশ

| প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ার পুলিশ দেশটিতে জাল নোট ছড়িয়ে পড়ার বিষয়ে জনগণের প্রতি সতর্কতা উচ্চারণ করেছে। পুলিশ গতকাল (সোমবার) বলেছে, বন্যার মতো জাল নোট ছড়িয়ে পড়তে শুরু করেছে।
তাসমানিয়া পুলিশ ডিটেকটিভ জন কিং এ সতর্ক বার্তা উচ্চারণ করেন। তিনি বলেন, সংঘবদ্ধ অপরাধী চক্র অস্ট্রেলিয়ার ৫০ ডলারের নোট প্রায় ত্রুটিহীন ভাব জাল করতে সক্ষম হয়েছে। একজন ব্যক্তি এ নোট তৈরি করছে এবং অন্যরা তা বাজারে ছাড়ছে। ডার্ক ওয়েবও বিক্রি হয়েছে কিছু কিছু জাল নোট। খুব ভাল ভাবে খতিয়ে দেখলেই কেবল ধরা পড়বে যে এটি আসল নোটের চেয়ে তুলনামূলকভাবে আকারে অল্প ছোট, ওজনে একটু কম এবং ভিন্নতা রয়েছে সিরিয়াল নম্বরে । প্রযুক্তি সহজলভ্য এবং সস্তা হয়ে যাওয়াকে জাল নোট বিস্তারের জন্য দায়ী করেন তিনি।
অস্ট্রেলিয়ার আইনে জাল নোট তৈরির সঙ্গে জড়িত থাকার দায়ে সর্বোচ্চ ১৪ বছর এবং তা চালানোর সঙ্গে জড়িত থাকার দায়ে ১২ বছর পর্যন্ত কারাদন্ড হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ