Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচন ভন্ডুল করতে ষড়যন্ত্র হচ্ছে

শেখ হাসিনার কারাবন্দি দিবসের আলোচনা সভায় আ‘লীগের অভিযোগ

| প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : একাদশ জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে আরেকটি ১/১১ এর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। তারা বলেন, ষড়যন্ত্র মোকাবেলা দলের ওয়ার্ড-ইউনিয়ন এবং থানা কমিটিতে চিকুনগুনিয়ার মতো কোনো বিএনপি-জামায়াতের লোকজন যেন আওয়ামী লীগে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে তীক্ষœনজর রাখতে হবে। একইসঙ্গে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দিয়ে অসা¤প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা। গতকাল রোববার রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবসের পৃথক পৃথক আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাত। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবরণ ও গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ উপলক্ষে এ আলোচনা সভাটির আয়োজন করে। প্রধানমন্ত্রী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরও এতে বক্তব্য রাখেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, কাটাতুলে গণতন্ত্রের রাস্তা বার বার আওয়ামী লীগই পরিষ্কার করেছে। যদিও দলটির নেতারা বিভিন্ন সময় ষড়যন্ত্রকারিদের সঙ্গে হাত মিলিয়েছে কিন্তু কর্মীরা সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, সারা বিশ্বে আজ শেখ হাসিনার জঙ্গিবাদ নির্মূলের মডেল প্রশংসিত হয়েছে। ফলে শুধু বাংলাদেশ নয়, শেখ হাসিনার জঙ্গিবাদ দমনের তত্তে¡ জঙ্গিবাদ-সন্ত্রাসীরা পিছু হটছে।
আওয়ামী লীগের সাবেক নেতা ড. কামাল হোসেন প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, যারা ধমক খেয়ে গুটিয়ে দেশ থেকে পালিয়ে যায় তাদের হাতে বাংলাদেশের রাজনীতি সম্ভব না। তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজের মামলা মোকাবেলা করেছেন। কিন্তু বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা মোকাবিলার ভয়ে লন্ডনে গিয়ে উঠেছেন। বিএনপি অচিরেই আস্তাকুড়ে নিক্ষেপ হতে চলেছে বলেও মন্তব্য করেন তিনি।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইনের হাত থেকে বাঁচতে লন্ডন চলে গেছেন। তিনি বলেন, চিকিৎসার জন্য দুই মাস কেন কয়েক মাস সময় লেগে যেতে পারে। মামলার জন্যে কোর্টে যাতে যেতে না হয় সে জন্য বহুদিন পর্যন্ত লন্ডন থাকবেন বলে মন্তব্য করেন তিনি। বিএনপির নির্বাচনে যাওয়া ছাড়া আন্দোলন করার কোন শক্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে গতকাল সকালে ২৫ বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। তিনি বলেন, সকল প্রকার সন্ত্রাস ও ষড়যন্ত্র ও নৈরাজ্যের মোকাবেলা করে আমরা শোষনমুক্ত সমাজ বিনির্মানে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়বো। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, দক্ষিণ অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য পদ্মা সেতুর কাজ দ্রুত গতিতে চলছে, ঠিক তখনই বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে দেশে ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত রয়েছে। তিনি বলেন, রব-মান্না-বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে আবার গোপন ষড়যন্ত্র শুরু হয়েছে।
সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী ও কে এম আজম খসরু, প্রচার সম্পাদক সুমন শেখ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ