Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেন্ডার দখলকে কেন্দ্র করে জবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

| প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

জবি সংবাদদাতা : টেন্ডার দখলকে কেন্দ্র করে করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শান্ত নামে এক ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়েছে। এছাড়া দুই শিক্ষার্থী আহত হয়েছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সালের ডায়েরি, ওয়াল ক্যালেন্ডার ও ডেস্ক ক্যালেন্ডার মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ সংক্রান্ত টেন্ডার জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল দুপুর ১২টা পর্যন্ত। সকালে ময়মনসিংহ গ্রুপ হিসেবে পরিচিত তানভীর রহমান, আনিসুর রহমান শিশির, জহির রায়হান আগুন এবং বরিশাল গ্রুপের ইব্রাহিম ফরাজীর নেতৃত্বে একটি টেন্ডার জমা দেয়া হয়। এরপর তাদের অনুসারীদেরকে নতুন ভবনের সামনে রেখে যান। পৌনে ১২টার দিকে জবি ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের অনুসারী জুয়েল রানা ‘সরকার ট্রেডার্সের’ নামে একটি টেন্ডার জমা দিতে গেলে ময়মনসিংহ গ্রুপের কর্মী নাদিমের নেতৃত্বে সিরাজুল ইসলামের অনুসারীদের ওপর হামলা চালানো হয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ওই ঘটনার ছবি তুলতে গেলে আব্দুল ওহাব নামে এক শিক্ষার্থীকে মারধর করে তারা। তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেয়া হয় এবং পরে তাকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। এ সময় ইতিহাস বিভাগের আরিফুল ইসলাম নামের আরো এক শিক্ষার্থীকে মারধর করে তারা। পরে কোতয়ালি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এরপর সাড়ে তিনটার দিকে সিরাজ গ্রুপের কর্মীরা ময়মনসিংহ গ্রুপের ওপর হামলা চালায়। এসময় শান্ত নামে এক ছাত্রলীগ কর্মীর উপর চড়াও হয় তারা। লাঠি সোটা দিয়ে বেদম প্রহার করে এবং একপর্যায়ে পিঠে ছুরিকারাঘাত করে তারা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
সুত্র জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সম্মেলন হওয়ার ১০৬ দিন অতিবাহিত হলেও এখনো কমিটি দিতে পারেনি কেন্দ্রীয় ছাত্রলীগ। সাংগঠনিক কার্যক্রম না থাকলেও থেমে নেই টেন্ডারবাজি এবং পুরান ঢাকায় চাঁদাবাজি। এসবে পিছিয়ে নেই সদ্য সাবেক নেতারা এবং পদপ্রত্যাশীরাও। জবিতে আরো কয়েকটি টেন্ডার হবে বলে জানা গেছে। এসব টেন্ডার নিজেদের দখলে নিতে ক্যাম্পাসে শক্তি প্রদর্শন করছে ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের নেতাকর্মীরা।
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি কারীদেরকে ছাড় দেয়া হবে না। যত দ্রুত সম্ভব কমিটি দেয়া হবে। চাঁদাবাজ ও টেন্ডারবাজির সাথে জড়িতদেরকে কমিটিতে রাখা হবে না।
এ ব্যপারে জবি প্রক্টর ড. নূর মোহাম্মাদ বলেন, আহতদেরকে উদ্ধার করে মেডিক্যালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রলীগ

২০ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ