Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাইড অ্যালং টু

প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

টিম স্টোরি পরিচালিত বাডি কপ কমেডি ফিল্ম ‘রাইড অ্যালং টু’। মূল ‘রাইড অ্যালং’ ফিল্মটিও স্টোরি পরিচালনা করেছিলেন; এটি মুক্তি পেয়েছিল ২০১৪তে। এছাড়া তিনি ‘থিঙ্ক লাইক আ ম্যান ঠু’ (২০১৪), ‘কেভিন হার্ট : লেট মি এক্সপ্লেইন’ (২০১৩), ‘থিঙ্ক লাইক আ ম্যান’ (২০১২), ‘হারিকেন সিজন’ (২০১০), ‘ফ্যান্টাস্টিক ফোর : রাইজ অফ দ্য সিলভার সার্ফার’ (২০০৭), ‘ফ্যান্টাস্টিক ফোর’ (২০০৫), ট্যাক্সি’ (২০০৪) এবং ‘বারবারশপ’ (২০০২)চলচ্চিত্রগুলোও পরিচালন করেছেন।
পুলিশ অ্যাকাডেমি থেকে গ্র্যাজুয়েট হবার পর বেনের (কেভিন হার্ট) আশা সে তার বন্ধু জেমসের (আইস কিউব) মত দুর্ধর্ষ পুলিশ অফিসার হবে। এর মধ্যে জেমসের বোন অ্যাঞ্জেলার (টিকা সামটার) সঙ্গে তার বিয়ের ক্ষণ এগিয়ে আসছে। ঠিক এমন সময় একটি কেসের ফলোআপ করার জন্য জেমসের আটলান্টা থেকে মায়ামি যাওয়া জরুরি হয়ে পড়ে। জেমস প্রথমে নিরুৎসুক হলেও শেষ পর্যন্ত বেনকে তার সঙ্গে নেয়। জেমসের এবারের তদন্তের বিষয় এক ভয়ানক মাদক পাচারকারী দলের হদিস করা। এজে (কেন জিয়ং) নামের এক কম্পিউটার হ্যাকারের সাহায্য নেয় তারা। এজে জানায় মাদক চক্রের প্রধান হল আন্তোনিয়ো পোপ (বেনজামিন ব্র্যাট) নামে এক ধনকুবের। তারা পোপের পেছনে লাগে। সফল না হলে কিন্তু শেষ পর্যন্ত অ্যাঞ্জেলার সঙ্গে বেনের বিয়ে নাও হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাইড অ্যালং টু

২২ জানুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ