মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : রুশ আইনজীবীর সঙ্গে ট্রাম্প জুনিয়রের বৈঠকের খবর প্রকাশের কয়েকদিন আগেই তার পক্ষের আইনি প্রতিষ্ঠানকে ৫০ হাজার ডলার অর্থ দিয়েছিল বাবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা কমিটি। গত শনিবার ফেডারেল ইলেকশন কমিশন বরাবর প্রচারণা কমিটির জমা দেওয়া এক আর্থিক বিবরণীতে এমন তথ্য উপস্থাপন করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, গত ২৭ জুন অ্যালান ফুতেরফাসের ল ফার্মকে প্রচারণা কমিটি ওই পরিমাণ অর্থ পরিশোধ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, এ থেকে এটাই প্রমাণ হয় যে ছেলের সঙ্গে রুশ আইনজীবীর বৈঠকের কথা ট্রাম্প না জানলেও তার প্রচারণা কমিটি জানতো। ৯ জুলাই হোয়াইট হাউসের তিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস-এর খবরে দাবি করা হয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের ব্যাপারে স্পর্শকাতর তথ্য নেওয়ার আশায় রুশ আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ট্রাম্প জুনিয়র। নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারে রুশ আইনজীবী নাতালিয়া ভেসলনিস্কায়ার সঙ্গে গত বছরের ৯ জুনের সেই বৈঠকে ট্রাম্পের প্রচারণা চেয়ারম্যান পল ম্যানাফোর্ট ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও উপস্থিত ছিলেন। এই বৈঠকের দুই সপ্তাহ পরই রিপাবলিকান দলের হয়ে ট্রাম্পের মনোনয়ন নিশ্চিত হয় বলেও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়। প্রতিবেদন প্রকাশের পর ফিউতেরফাস ট্রাম্প জুনিয়রের আইনজীবী হিসেবে গণমাধ্যমে কথা বলেন। অথচ তার বেশ কয়েকদিন আগেই অর্থাৎ ২৭ জুন ওই আইনজীবীর প্রতিানকে ৫০ হাজার ডলার অর্থ পরিশোধ করা হয়েছে। ট্রাম্পের প্রচারণা কমিটির ওই বিবরণীতে আরও বলা হয়, ট্রাম্প করপোরেশনকে লিগ্যাল কনসালটেশনের জন্য ৮৯ হাজার ডলার দেওয়া হয়েছে। ওই ট্রাম্প করপোরেশনের নেতৃত্ব দিচ্ছেন ট্রাম্প জুনিয়র ও এরিক। রয়টার্স, নিউইয়র্ক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।