Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

পাকিস্তানের ওপর আরও চাপ বৃদ্ধি যুক্তরাষ্ট্রের

| প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সন্ত্রাস দমনে ইসলামাবাদকে তৎপর হওয়ার জন্য যুক্তরাষ্ট্র আরও চাপ দিয়েছে। এ লক্ষ্যে প্রতিনিধি পরিষদে (হাউস অফ রিপ্রেজেন্টেটিভস) তিনটি সংশোধনী ভোটাভুটিতে পাস হয়েছে। সংশোধনীগুলো হলো- জঙ্গি দমনে কী কী ব্যবস্থা নেয়া হয়েছে, আর সেগুলো কতটা কার্যকর, পাকিস্তান সেটা আগেভাগে বিস্তারিত জানালে তবেই প্রতিরক্ষা সরঞ্জাম কেনার খরচ কত দেয়া হবে বা হবে কিনা, সেটা ঠিক করবে ট্রাম্প প্রশাসন। ফলে অস্ত্রশস্ত্র কেনার জন্য মার্কিন ডলার পাওয়ার আগে ইসলামাবাদকে কয়েকটি মার্কিন শর্ত মানতে বাধ্য থাকতে হবে। ২০১৮ সালের ‹ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট’র (এনডিএএ) তিনটি সংশোধনী গত শুক্রবার মার্কিন আইনসভার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ধ্বনি ভোটে পাস হয়। ২০১৮ সালের জন্য ওই খাতে বরাদ্দ করা হয়েছে ৬৫ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। রয়টার্স, ইনডিয়া টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ