Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফিলিপাইনে জেলভেঙ্গে পালাতে গিয়ে নিহত ৩

| প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে জেল ভেঙ্গে পালানোর সময় গতকাল রোববার তিন বন্দি নিহত ও অপর একজন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। কর্মকর্তারা বলেন, ইসলামপন্থী চরমপন্থীদের ঘাঁটি হিসেবে পরিচিত ওই অঞ্চলটির গোলযোগপূর্ণ জোজোর একটি থানা থেকে যে ১৪ জন পালিয়েছিল এরা তাদের মধ্যে ছিল। প্রাদেশিক পুলিশ প্রধান ও সিনিয়র সুপারিনটেন্ডেন্ট মারিও বুইয়ুসকান বলেন, জোজো আবু সাইয়েফের একটি ঘাঁটি। জঙ্গি গোষ্ঠীটি মুক্তিপণের জন্য মানুষকে অপহরণ করে। তিনি আরো বলেন, তারা জেলখানার খিল ভেঙে তিন তলা থেকে পাশের পৌরসভা ভবনের ছাদে লাফিয়ে পড়ে। আমাদের সৈন্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। আহতদের আটক করা হয়। তবে ১০ জন পালাতে সক্ষম হয়েছে। জেলখানাটিতে মোট ৩২ বন্দি ছিল। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ