মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে ব্যাংক অব আমেরিকার এটিএম বুথে টাকা তুলতে গিয়ে রশিদ বেরিয়ে আসার বদলে হাতে লেখা চিরকুট বের হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত বুধবার টেক্সাসের করপাস ক্রিস্টি শহরে এমন অদ্ভুত ঘটনা ঘটে। একাধিক গ্রাহক এটিএম বুথে গেছেন টাকা তুলতে। পিন নম্বর টিপলেন। টাকার পরিমাণও লিখলেন। বের হয়ে এল টাকা। এরপর টাকা উত্তোলনের রসিদ বের না হয়ে বেরিয়ে এলো চিরকুট। তাতে লেখা ছিল, ‘দয়া করে সাহায্য করুন। আমি এখানে আটকে আছি। আমার কাছে ফোন নেই। আমার বসকে ফোন দিন।’ এটিএম বুথে এমনই বিচিত্র অভিজ্ঞতা বেশ কয়েকজন গ্রাহকদের সাথে হলেও তারা বিষয়টিকে মজা মনে করে পাত্তা দেননি। তবে একজন ব্যক্তি ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে এটিএম বুথ সংলগ্ন ঘর থেকে এক ব্যক্তিকে উদ্ধার করে। তিনি প্রায় দুই ঘণ্টা সেখানে আটকা ছিলেন। আর মোবাইল ফোনটি রেখে গিয়েছিলেন বুথের সামনে পার্কিং করা গাড়িতে! পুলিশের জানিয়েছে, প্রথমে শুনে তাদেরও মনে হয়েছিল, এটা নিছকই রসিকতা। কিন্তু শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছে তারা আবিষ্কার করে, সত্যিই কেউ আটকে রয়েছে। দরজা ভেঙে উদ্ধার করা হয় লোকটিকে। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।