Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব পড়বে এশিয়ায়

| প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জলবায়ু পরিবর্তনের মারাত্মক পরিণতি ভোগ করতে হবে ভূমধ্যসাগরীয় ও এশিয়ার দেশগুলোকে। বিশেষ করে ভারত, চীন ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোকে বন্যা ও ঝড়ের কবলে থাকতে হবে। এর ফলে এসব দেশের মানুষের জীবনমানের পতন ঘটবে, ব্যাহত হবে কৃষিকাজ। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সা¤প্রতিক এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে। এডিবির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে বসবাসরত ১৩ কোটি মানুষ এ শতাব্দীর শেষে এসে বাস্তুচ্যুত হয়ে পড়বে। এছাড়া ভারতের দক্ষিণাঞ্চলে ২০৩০ সালের শেষ নাগাদ ধান উত্পাদন কমবে ৫ শতাংশ। ২০৫০ ও ২০৮০ সালের শেষ নাগাদ যা পর্যায়ক্রমে আরো সাড়ে ১৪ ও ১৭ শতাংশ কমে যাবে। এছাড়া বৈশ্বিক উষ্ণতার দরুন এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চল ও ভারতে বন্যার ঝুঁকি সবচেয়ে বাড়বে। পটসড্যাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইম্প্যাক্ট রিসার্চের (পিআইকে) পরিচালক অধ্যাপক হ্যানস জোয়াকিম বলেন, বিশ্বের ভবিষ্যত্ এখন এশিয়ার দেশগুলোর হাতে। তার মতে, এশিয়ার দেশগুলো এখন দুই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন। এর মধ্যে একটি হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা। প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী, বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা সম্ভব হলে এশিয়ার দেশগুলোর গ্রিনহাউজ গ্যাস নির্গমনও কমানো সম্ভব হবে। বিশেষ করে তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখা এখন সবচেয়ে বড় কাজ। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের মধ্যেও সমৃদ্ধি ও নিরাপত্তা ধরে রাখার কৌশলও এশিয়ার দেশগুলোকে নির্ধারণ করতে হবে। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ