নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইতিহাস গড়া হলো না ভেনাসের। আসরের ৫ বারের চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে এবারের উইম্বলডনের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন গার্বিন মুগুরুজা। ২৩ বছর বয়সী স্প্যানিশ টেনিস কন্যার এটি দ্বিতীয় গ্র্যান্ড ¯ø্যাম শিরোপা। এক বছর আগে ভেনাসেরই ছোট বোন সেরেনাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন মুগুরুজা।
দুই সেট পয়েন্ট ও শেষ নয় গেম নিজের পকেটে পুরে সহজেই ৩৭ বছর বয়সী ভেনাসকে ৭-৫, ৬-০ গেমে হারান ১৪তম বাছাই মুগুরুজা।
সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড ¯ø্যাম জয়ের সুযোগ ছিল ভেনাসের সামনে। সাত গ্র্যান্ড ¯ø্যাম জয়ের মালিক ভেনাস শেষটি জিতেছিলেন এই উইম্বলডনেই, সাত বছর আগে। ম্যাচ শেষে মুগুরুজা বলেন, ‘আমার জন্য আজ ভেনাসের বিপক্ষে কঠিনতম ম্যাচ ছিল।’ কিংবদন্তিতুল্য ভেনাস সম্পর্কে তিনি বলেন, ‘সে এমন এক অসাধারণ খেলোয়াড় যার খেলা দেখে আমি বড় হয়েছি।’ সেই তাকেই হারিয়ে দিলেন আগামীর বার্তা নিয়ে আসা এই তরুণ। এজন্য ‘সরি’ও বলেছেন মুগুরুজা। ২০১৫ সালের ফাইনালে সেরেনার কাছে হারের পর দ্বিতীয় স্প্যানিশ হিসেবে উইম্বলডনের নারী এককে চ্যাম্পিয়ন হলেন মুগুরুজা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।