নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : কলম্বো টেস্টের দ্বিতীয় দিনটাও গেল একই রকম। মধ্যাহ্ন বিরতির আগে এদিনও শ্রীলঙ্কার চোখ রাঙানি খেলো জিম্বাবুয়ে। কিন্তু দিন গড়ানোর সাথে সাথে সেই একই গল্প। কি দারুণভাবেই না সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নিতে থাকলেন ক্রেমাররা। এ কাজে সামনে থেকেই নেতৃত্ব দিলেন অধিনায়ক গ্রেইগ ক্রেমার। সাথে সতীর্থদের দুর্দান্ত সব ক্যাচিং, অবিশ্বাস্য ফিল্ডিং। লিড নেওয়াটাও এখন মনে হচ্ছে তাদের জন্য সময়ের ব্যাপার। ৭ উইকেট হারিয়ে দিন শেষ করেছে লঙ্কানরা, পিছিয়ে ৬৩ রানে।
আগের দিনের ইনিংসটাকে এদিন টেনে বেশিদুর নিতে পারেননি ক্রেইগ আরভিন। দিনের চতুর্থ ওভারে ডোনাল্ড ত্রিপানোর মাধ্যমে থামে নবম উইকেটে ৭৪ রানের জুটি। পরের ওভারেই থেমে যায় আরভিনের ১৬০ রানের ম্যারাথন ইনিংস। শেষ হয় জিম্বাবুয়ের ইনিংসও, ৩৫৬ রানে। ৩০তম বারের মত ইনিংসে ৫ উইকেট তুলে নেন হেরাথ।
পরের সময়টুকু আরো হতাশায় কেটেছে সফরকারীদের। ৭৭ রানের অবিচ্ছিন্ন উদ্বোধণী জুটিতে লাঞ্চে যান করুনারতেœ ও থারাঙ্গা। বাকি দুই সেশনে অধিনায়ক ক্রেমার আর জিম্বাবুয়ানদের দুর্দান্ত ফিল্ডিংরে গল্প। পরের ২১৬ রানে ৭ উইকেট তুলে নেয় সফরকারীরা। এর মধ্যে দুটি আবার দৃষ্টিনন্দন রান আউট থেকে পাওয়া। জিম্বাবুয়ের ৮২ ওভারের মধ্যে ৩০ ওভারই করেন ক্রেমার। ১০০ রানের খরচায় এই লেগ স্পিনার তুলে নেন ৩ উইকেট।
অথচ স্বাগতিকদের শুরুটা ছিল আত্মবিশ্বাসে ভরা। ফ্ল্যাট উইকেটে থারাঙ্গার ব্যাটকে লাগছিল বেশ চওড়া, প্রথম ১৪ বলেই তুলে নেন ২৬ রান। দিমুথ করুনারতেœর সাথে ৮৪ রানের উদ্বোধণী জুটিও গড়েন। কিন্তু ৩২ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে লঙ্কানরা। দ্বিতীয় ধ্বসটা আসে শেষ সেশনে। ২৬ রানের ব্যবধানে এসময় তারা হারায় আরো তিন উইকেট। থারাঙ্গার ৭১ রানের পর মাঝর সময়টাতে দলকে পথ দেখাচ্ছিল চতুর্থ উইকেটে চান্দিমালের-ম্যাথিউসের ৯৬ রানের জুটি। এই ম্যাচ দিয়েই অধিনায়কত্বে অভিষেক হওয়া চান্দিমাল ফেরেন ফিফটি পূর্ণ করেই (৫৫ রানে), ম্যাথিউস তারও আগে (৪১ রানে)।
অবশ্য ম্যাচ এখনো সাম্যাবস্থায়। জিম্বাবুয়ে যদি দ্রæত বাকি তিন উইকেট তুলে নিয়ে লিড নিতে পারে তাহলে গল্পটা রোমাঞ্চকর হতে পারে। তেমনি লঙ্কানদেরও সুযোগ আছে উল্টো লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার। সেই কাজটি কি করতে পারবেন অ্যাশলে গুনারতেœ (২৪*)? নাকি বল হাতে জিম্বাবুয়ান দলের নায়ক হতে চলেছেন ক্রেমার?
জিম্বাবুয়ে ১ম ইনিংস : ৯৪.৪ ওভারে ৩৫৬ (মাসাকাদজা ১৯, চাকাভা ১২, মুসাকান্দা ৬, আরভিন ১৬০, উইলিয়ামস ২২, রাজা ৩৬, মুর ১৯, ওয়ালার ৩৬, ক্রেমার ১৩, ত্রিপানো ২৭, পোফু ০*; লাকমল ০/৫৮, কুমারা ২/৬৮, হেরাথ ১১৬/৫, পেরেরা ১/৮৬, গুনারতেœ ২/২৮)।
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৮৩ ওভারে ২৯৩/৭ (করুনারতেœ ২৫, থারাঙ্গা ৭১, মেন্ডিস ১১, চান্দিমাল ৫৫, ম্যাথিউস ৪১, ডিকভেলা ৬, পেরেরা ৩৩, গুনারতেœ ২৪*, হেরাথ ৫*; পোফু ০/৩৭, ত্রিপানো ১/৩৮, রাজা ০/৬০, ক্রেমার ৩/১০০, ওয়ালার ০/২, উইলিয়ামস ১/৩৪)। দ্বিতীয় দিন শেষে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।