নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ভাইরাস জ্বর চিকুনগুনিয়ায় আক্রান্ত ৭ শুটার। ফলে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপ। ঘরোয়া শুটিংয়ের সবচেয়ে বড় এ আসর ২২ জুলাই শুরু করার প্রস্তুতি ছিল বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের। আসর উপলক্ষ্যে শুটাররা প্রস্তুতিও শুরু করেছিলেন। কিন্তু শুটারদের অসুস্থতার খবরে হঠাৎ করেই জাতীয় চ্যাম্পিয়নশিপ স্থগিত করতে হয়েছে ফেডারেশনকে। এ প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ অপু বলেন, ‘ভাইরাস জ্বর চিকুনগুনিয়ার কারণে জাতীয় চ্যাম্পিয়নশিপ স্থগিত করতে বাধ্য হয়েছি। ইতোমধ্যে আমাদের সাত শুটার এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আসর হলে প্রায় ৪০০ ছেলে-মেয়ে আসবে খেলতে। এ অবস্থায় ঝুঁকিটা কে নেবে?’
বিশ্বস্ত সুত্র জানায়, সর্বশেষ সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণজয়ী শাকিল আহমেদ, সিনিয়র শুটার শোভন চৌধরী এবং আরমিন আশা সহ সাতজন চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। এই ভাইরাস ফেডারেশনের অফিস স্টাফদের কয়েকজনের মধ্যেও ছড়িয়ে পড়েছে। ফেডারেশন ইতোমধ্যে সব সংস্থাকে জানিয়ে দিয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপ স্থগিত করার কথা। ২৯ জুলাই পর্যন্ত এ আসরের খেলা গুলশান জাতীয় শুটিং কমপ্লেক্স ও বিকেএসপিতে হওয়ার কথা ছিল।
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল
স্পোর্টস রিপোর্টার : ওয়ালটন প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বড় জয় পেয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। গতকাল দুই ভেন্যুতে টুর্নামেন্টের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন ইস্ট ওয়েস্ট ছাড়াও জয় পেয়েছে সাউদান ও ইউল্যাব ইউনিভার্সিটি। কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় সাউদার্ন ইউনিভার্সিটি ৩-০ গোলে হারায় আইইউবি ইউনিভার্সিটিকে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের ফাহিম উদ্দিন। একই মাঠে দ্বিতীয় খেলায় সাউথ ইস্ট ইউনিভার্সিটি ২-২ গোলে ড্র করে গণ ইউনিভার্সিটির বিপক্ষে। ম্যাচ সেরার পুরষ্কার পান সাউথ ইস্ট দলের মুনসুর। তৃতীয় ম্যাচে মুহিতের হ্যাটট্রিকের সুবাদে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ৫-০ গোলের বড় ব্যবধানে হারায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটিকে। এটি টুর্নামেন্টের দ্বিতীয় হ্যাটট্রিক। ম্যাচ সেরা হন হ্যাটট্রিকম্যান মুহিত।
এছাড়া বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দু’টি খেলা অনুষ্ঠিত হয়। এই ভেন্যুর প্রথম ম্যাচে ড্যাফোডিল ইউনিভার্সিটি ২-২ গোলে ড্র করে শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের বিপক্ষে। এবং দিনের শেষ ম্যাচে ইউল্যাব ইউনিভার্সিটি ২-০ গোলে হারায় বাংলাদেশ টেক্সটাইলস ইউনিভার্সিটিকে। ম্যাচ সেরা হন বিজয়ী দলের গোলরক্ষক অভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।