Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৭ বছর পর সেমিতে দক্ষিণ আফ্রিকা

আইসিসি নারী বিশ্বকাপ

| প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : হয়েছে রেকর্ড, বিশ্ব রেকর্ডও। ব্যাক্তিগত অর্জনও কম হয়নি এবারের আসরে। তারপরও অনেকটা চুপিসারেই শেষ হতে চলেছে আইসিসি নারী বিশ্বকাপ ২০১৭। এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে সেমিফাইনালের তিন দল। গেলপরশু শেষ চারে নাম লিখিয়েছে স্বাগতিক ইংল্যান্ড, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং ১৭ বছর পর আসরের শেষ চারে ওঠা দক্ষিণ আফ্রিকা নারী দল। শ্রীলংকাকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠার কৃতিত্ব দেখাল দক্ষিণ আফ্রিকার মেয়েরা। তবে সেখানে হাত আছে সেমিতে খেলা আরো দুটি দলেরও। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড নিজ নিজ ম্যাচ জিতে শেষ চারের টিকিট নিশ্চিত করে, যা সাহায্য করেছে দক্ষিণ আফ্রিকাকেও।
চতুর্থ দল হিসেবে সেমির লাইনআপ চূড়ান্ত করার তালিকায় সবার থেকে এগিয়ে ভারত। তবে গতকাল বাঁচা মরার লড়াইয়ে গ্রæপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে নামবার আগে ৬ ম্যাচে ৪ জয় এবং ২ হারে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে মিতালি রাজের দল। এক পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কিউই নারীরা। রিপোর্টটি লেখা পর্যন্ত ভারতের দেয়া ৭ উইকেটে ২৬৫ রানের লক্ষ্য তাড়িয়ে বেড়াচ্ছে নিউজিল্যান্ড। ১০ ওভারে ২৫ রান তুলতেই নেই দুই কিউই ব্যাটার। যে জিতবে সেই হবে সেমির চতুর্থ দল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ