Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উ. কোরিয়ার বোমা তৈরির জ্বালানি থাকতে পারে : থারটিএইট নর্থ

| প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার হাতে পারমাণবিক বোমা তৈরির উপযোগী আরও জ্বালানি থাকার আশঙ্কা প্রকাশ করেছে এক মার্কিন গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান। সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়োজিত মার্কিন প্রকল্প থারটিএইট নর্থ উ. কোরিয়ার পারমাণবিক বোমা তৈরি বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করে। উ. কোরীয় পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে থারটিএইট নর্থ এ কথা জানাল। গত শুক্রবার থারটিএইট নর্থ-এর পক্ষ থেকে বলা হয়েছে, আরও অনেক সমৃদ্ধ প্লটোনিয়াম থাকতে পারে উ. কোরিয়ার হাতে যা দিয়ে তারা পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়াতে পারে। তারা সেপ্টেম্বর থেকে জুনের শেষ নাগাদ পিয়ংইয়ংয়ের ইয়ংবেয়ন পারমাণবিক কেন্দ্রের রেডিওকেমিক্যাল ল্যাবরেটরির স্যাটেলাইট ছবির ভিত্তিতে বিষয়টি বিশ্লেষণ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইয়ংবেয়নে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার ছবিতেও সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়াতে সেন্ট্রিফিউজের কাজ চলার আভাস থাকতে পারে। সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক বোমা তৈরির জ্বালানির আরেক উৎস। উত্তর কোরিয়া ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম ব্যবহার করে এটম বোমা বানায় এবং তারা ৫ টি পারমাণবিক বোমা পরীক্ষাও করেছে। কর্মকর্তারা বলছেন, ছয় নম্বর পরীক্ষাটিও তারা যে কোনও সময়ই চালাতে পারে। কর্মসূচি বন্ধের আন্তর্জাতিক প্রচেষ্টা উপেক্ষা করে দেশটি একের পর এক পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উ. কোরিয়ার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ