Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের সক্ষমতা নিয়ে সন্দেহ পোষণ করবেন না

| প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তান সামরিক বাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) ক্ষেত্রে পাকিস্তানের সক্ষমতা নিয়ে কেউ যেন সন্দেহ পোষণ না করেন। এটির পথে যত ধরনের বাধাই আসুক না কেন প্রকল্পটি সফলভাবে সম্পন্ন করা হবে। আইএসপিআর সূত্র জানায়, সিপিইসির সরবরাহ সংক্রান্ত আন্তর্জাতিক ফোরামে বক্তৃতাকালে গত বুধবার সেনা প্রধান বলেন, চীনের সাথে সম্পর্ক থাকায় পাকিস্তান গর্ব বোধ করে। তিনি বলেন, চীনের অর্থায়নে পাকিস্তানের ব্যাপক উন্নয়ন ঘটবে। সিপিইসি এ অঞ্চলের জনগণের জন্য বিশাল উদ্যোগ, বিশেষ করে পাকিস্তান এবং সত্যিকারভাবে অর্থনৈতিক উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তির অগ্রদূত। চীনের ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ প্রকল্প সমগ্র বিশ্বের জন্য উল্লেখ করে জেনারেল বাজওয়া বলেন, সিপিইসি অঞ্চলের জন্য গেম চেঞ্জার বলে প্রমাণিত হবে। তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী এবং দেশের অপর নিরাপত্তা প্রতিষ্ঠানসমূহ সিপিইসির পূর্ণ নিরাপত্তা দিতে প্রস্তুত। সিপিইসি সফল করতে সব প্রতিষ্ঠানকে অবদান রাখতে হবে। জেনারেল বাজওয়া বলেন, পাকিস্তান অতীতের যে কোন সময়ের চেয়ে এখন বেশি নিরাপদ। এখানে শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং করাচীর বাণিজ্যিক এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। ট্রাইবাল নিউজ নেটওয়ার্ক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ