Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত্যুর প্রমাণ না পাওয়া পর্যন্ত বাগদাদি জীবিত : ওয়াশিংটন

| প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মধ্যপ্রাচ্যভিত্তিক জিহাদি সংগঠন আইএস (ইসলামিক স্টেট) নিজে তাদের শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদির মৃত্যুর খবর প্রচার করলেও যুক্তরাষ্ট্র তাকে জীবিত হিসেবেই দেখছে। তারা বলছে, বাগদাদি নিহত হওয়ার নিশ্চিত প্রমাণ তাদের হাতে নেই। যতোক্ষণ না মৃত্যুর প্রমাণ পাওয়া যাবে, ততোক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র তাকে জীবিত বলেই বিবেচনা করবে। গত শুক্রবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাট্টিস বাগদাদি সম্পর্কে সাংবাদিকদের জানান, বাগদাদি নিহত হয়েছেন বলে ওয়াশিংটনের কাছে কোনো তথ্য নেই। তিনি বলেন, আমাদের জানা থাকলে আমরা বিষয়টি আপনাদের জানাতাম। কিন্তু এই মুহূর্তে এ খবরের সত্যতা স্বীকার বা অস্বীকার করছি না। ম্যাট্টিস আরো যোগ করেন, যতক্ষণ প্রমাণ না হচ্ছে তিনি (বাগদাদি) মারা গেছেন ততক্ষণ আমাদের কাছে তিনি জীবিত, এবং এই মুহূর্তে আমার কাছে তার মৃত্যুর ব্যাপারে কোনো প্রমাণ নেই। তবে সা¤প্রতিক সময়ে আলাদা আলাদা কয়েকটি সূত্র থেকে বাগদাদির নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। প্রসঙ্গত, গতমাসে রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী ওলেগ সিলোমলোটভ বলেছিলেন, মে মাসের শেষদিকে সিরিয়ার রাকা শহরের কাছে রাশিয়ার বিমান হামলায় খুব সম্ভবত বাগদাদি নিহত হয়েছেন। এছাড়া, লন্ডন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সিরিয়ায় তাদের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পাশাপাশি আইএস-এর কথিত বার্তা সংস্থা আমাক এজেন্সির প্রকাশিত খবরে বাগদাদির মৃত্যুর খবর প্রচার করেছে। তবে যুক্তরাষ্ট্র এখনও এ ব্যাপারে কোনও তথ্য না থাকার কথা জানিয়ে যাচ্ছে। চ্যানেল নিউজ এশিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ