Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ট্রাম্পের কঠোর নীতি মার্কিন-কিউবা সম্পর্কে বিপত্তি তৈরি করবে : রাউল

| প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো বলেছেন, তার দেশের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতি দুদেশের সম্পর্ককে বিপত্তির দিকে ঠেলে দেবে। উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নেয়া ইতিবাচক উদ্যোগের ফলে ২০১৫ সাল থেকে ধীরে ধীরে উভয়দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হচ্ছিল। কিন্তু ট্রাম্পের অবস্থান দুদেশের সম্পর্ককে পেছনের দিকে টেনে নিয়ে যাবে বলে মন্তব্য করেন রাউল ক্যাস্ট্রো। ওয়াশিংটনে কিউবার দূতাবাস খোলার দুই বছর পূর্তিকে সামনে রেখে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবামা দুদেশের সম্পর্ক স্থাপনে আন্তরিক ছিলেন। এর বহিঃপ্রকাশ হিসেবে ২০১৫ সালের ২০ জুলাই ওয়াশিংটনে পুনরায় হাভানার দূতাবাস চালু করা হয়। গত শুক্রবার কিউবা পার্লামেন্টের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে রাউল বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের ঘোষণাটি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি বড় বাধা। তার এ বক্তব্যটি কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ