Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উপগ্রহ প্রেরণে রাশিয়ার নতুন রেকর্ড

| প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়া মহাকাশে একসঙ্গে ৭২টি উপগ্রহ পাঠিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। সুয়জ ২.১-এ রকেট দিয়ে এসব উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে। কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রাম উৎক্ষেপণকেন্দ্র থেকে রকেটটি মহাকাশে ছোঁড়া হয়। এতে কানোপাস ভি-আইকেসহ ৭২টি কৃত্রিম ক্ষুদে উপগ্রহ ছিল। অগ্নিকান্ড এবং জরুরি অবস্থা পর্যবেক্ষণের কাজ করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে কানোপাস ভি-আইকে উপগ্রহকে। রেডিও পাকিস্তানের এক খবরে এসব কথা বলা হয়েছে। এর আগে একসঙ্গে ৩৬টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল রাশিয়া। এছাড়া, রয়েছে মায়াক নামের ক্ষুদে উপগ্রহ। রুশ এ কৃত্রিম উপগ্রহে রয়েছে বিশাল আকারের সৌর প্রতিফলক বা সোলার রিফ্লেকটর। মায়াককে কক্ষপথে স্থাপনের পর পিরামিড আকৃতির এ সৌর প্রতিফলক ছাতার মতো খুলে যাবে। সৌর রশ্মির প্রতিফলন ঘটিয়ে রাতের আকাশকে উজ্জ্বল করার কাজে এটি ব্যবহৃত হবে। মানুষের তৈরি কক্ষপথ পরিক্রমণকারী সবচেয়ে উজ্জ্বল বস্তু হবে এটি। মহাকাশে দৃষ্টিগ্রাহ্য উজ্জ্বল বস্তুগুলোর ক্ষেত্রে এর অবস্থান হবে চতুর্থ। এ সারিতে যথাক্রমে রয়েছে সূর্য, চাঁদ এবং শুক্র। অবশ্য রাতের আকাশকে উজ্জ্বল করে তোলার এ প্রচেষ্টা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই অভিযোগ করেছেন এতে আলোদূষণ ঘটবে এবং অন্ধকার আকাশে নক্ষত্র দেখার সুযোগ আরো কমবে। নগর সভ্যতার বিস্তার ঘটার সঙ্গে পাল্লা দিয়ে আলোদূষণ বাড়ছে। এছাড়া, সয়ুজ ২.১-এ রকেট দিয়ে যেসব উপগ্রহ পাঠানো হয়েছে তার মধ্যে জাপান, নরওয়ে, কানাডা এবং আমেরিকার অনেক সংস্থার কৃত্রিম উপগ্রহ রয়েছে। । তাস, আরটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ