Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের বছরপূর্তি স্মরণ

| প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গত বছরের ব্যর্থ সামরিক অভ্যুত্থান প্রচেষ্টাকে স্মরণ করেছে তুরস্কের জনগণ। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে উৎখাতে তুর্কি সেনাবাহিনীর একাংশের চালানো ওই অপচেষ্টায় অন্তত ২৬০ জন নিহত হয়েছিলেন, আহত হন দুই হাজারেরও বেশি মানুষ। গতকাল শনিবার ব্যর্থ ওই অভ্যুত্থান অপচেষ্টার প্রথম বছরপূর্তিতে তুরস্কজুড়ে ছুটি ঘোষণা করা হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। দিনটি উপলক্ষে ইস্তাম্বুলের রাস্তাগুলোতে বিশাল বিশাল বিলবোর্ড-পোস্টার টানানো হয়, যেগুলোতে অভ্যুত্থানবিরোধী জনগণকে সেনাবাহিনীর সঙ্গে লড়াই করতে দেখা যাচ্ছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ