Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প পুত্রের বৈঠকে ছিলেন সাবেক সোভিয়েত গোয়েন্দা

| প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে রাশিয়ান আইনজীবীর গত বছরের আলোচিত বৈঠকটিতে সোভিয়েত আমলের এক গোয়েন্দাও উপস্থিত ছিলেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এক গণমাধ্যম। গত শুক্রবার এনবিসির ওই প্রতিবেদনে সাবেক সোভিয়েত গোয়েন্দার নাম বলা না হলেও তিনি এখন রুশ-মার্কিন লবিস্ট হিসেবে কাজ করছেন বলে জানানো হয়। অন্য একটি সংবাদমাধ্যম লবিস্টের নাম রিনাত আখমেৎশিন উল্লেখ করে জানিয়েছে, তিনি ২০১৬-র জুনে ট্রাম্প টাওয়ারে ট্রাম্প জুনিয়র এবং রাশিয়ান আইনজীবী নাতালিয়া ভেসেলিনৎস্কায়ার বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিতদের ঘনিষ্ঠ এক সূত্রও আখমেতশিন ওই বৈঠকে উপস্থিত ছিলেন বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে। ওই লবিস্টের সঙ্গে এখনও রুশ গোয়েন্দাদের যোগাযোগ থাকতে পারে বলে ধারণা করছেন মার্কিন কর্মকর্তারা। ালোচকরা। আখমেৎশিনের উপস্থিতির তথ্য সমালোচকদের দাবিতে নতুন ইন্ধন যোগাবে। ট্রাম্প শুরু থেকেই নির্বাচনে রাশিয়ার সহযোগিতা নেয়ার অভিযোগ অস্বীকার করে আসছেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনে তারা কোনো ধরনের হস্তক্ষেপ করেনি বলে দাবি করে আসছে ক্রেমলিনও। গত সপ্তাহে মার্কিন গণমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যেই টুইটারে রাশিয়ান আইনজীবীর সঙ্গে বৈঠক নিয়ে ধারাবাহিক ইমেইল প্রকাশ করেন ট্রাম্প জুনিয়র; জানান, বৈঠকে নাতালিয়া তাকে হিলারি সম্পর্কে কোনো ধরনের তথ্য দেননি। রাশিয়ান এই আইনজীবীও ক্রেমলিনের সঙ্গে তার যোগসাজশের কথা অস্বীকার করে বলেছেন, হিলারি সম্বন্ধে তথ্য দেয়ার মত অবস্থানে তিনি কখনোই ছিলেন না বলে দাবি করেছেন। ট্রাম্প জুনিয়রের প্রকাশ করা ইমেইলগুলোতে আখমেৎশিনের উপস্থিতির কথা বলা হয়নি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। এনবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ