Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অলসদের তালিকায় ভারতীয়রা

| প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হাঁটবেন না গাড়িতে চড়বেন? দূরত্ব যাই হোক না কেন, ভারতীয়দের যদি এমন পছন্দ দেয়া হয় তবে অধিকাংশই না হাঁটার পক্ষে। ৪৬টি দেশের ৭০ হাজার নাগরিকের ওপর পরিচালিত এক জরিপে নিচের দিকে শীর্ষ আটে রয়েছেন ভারতীয়রা, যা অলসদের বোঝায়। এ তালিকায় শীর্ষে রয়েছেন ইন্দোনেশিয়ানরা। আর সবচেয়ে কর্মঠের স্বীকৃতি পেয়েছেন চীনারা। কদম গণনার (ফুটস্টেপ) ওপর ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের পরিচালিত ওই জরিপে দেখা যায়, গড়ে একজন ভারতীয় দিনে চার হাজার ২৯৭ কদম হাঁটেন। যেখানে চীনাদের কদমের সংখ্যা ৬ হাজার ৮৮০। আর অলসের তালিকার শীর্ষে থাকা ইন্দোনেশিয়ানদের দৈনিক গড় কদমের সংখ্যা চীনাদের অর্ধেকের কাছাকাছি, তিন হাজার ৫১৩। বিশ্বব্যাপী দৈনিক একজন মানুষের গড় কদমের হার ৪ হাজার ৯৬১, যেখানে আমেরিকানদের কদমের সংখ্যা ৪ হাজার ৭৭৪। অন্যদিকে শীর্ষ ৪ কর্মঠ দেশ হংকং, চীন, ইউক্রেন ও জাপানের নাগরিকদের দৈনিক এ সংখ্যা ৬ হাজারেরও বেশি। তালিকায় নিচের দিকে থাকা মালয়েশিয়া, সউদী আরব, ইন্দোনেশিয়ার নাগরিকদের এ সংখ্যা ৩ হাজার ৯শ’রও কম। এক তথ্যে জানা যায়, ভারতীয় নারীরা পুরুষদের চেয়েও দৈনিক কম হাঁটেন। দেশটির নারীদের দৈনিক গড় কদম ৩ হাজার ৬৮৪, আর পুরুষদের ৪ হাজার ৬শ’ ৬ কদম। রিতিকা সমাদ্দার নামে দিল্লীর এক পুষ্টি বিষয়ক পরামর্শক বলেন, সুস্থ ও সবল থাকার জন্য একজন মানুষের দৈনিক ১০ হাজার কদম হাঁটা প্রয়োজন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মনে করেন, সঠিক পরিমাণ না হাঁটার কারণেই ভারতীয়রা চীনাদের তুলনায় ¯ূ’’লকায়। যে কারণে দুই দেশের নাগরিকদের আয়ুষ্কালে বড় পার্থক্য তৈরি হচ্ছে। টিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ