Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ত্রি-বার্ষিক সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছাত্রলীগে নারীদের প্রাধান্য বাড়াতে হবে

| প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি বলেছেন, ছাত্রলীগের আয়তন অনুসারে নারীদের সংখ্যা খুবই কম। তাই ছাত্রলীগে নারীদের প্রধান্য বাড়াতে হবে। সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী নারী নেতৃত্ব বাংলাদেশে। প্রধানমন্ত্রী নারী, বিরোধীদলীয় নেত্রী নারী, বিএনপি চেয়ারপারসনও একজন নারী। কাজেই যে দেশে এতো নারী নেতৃত্ব রয়েছে সেখানে ছাত্রলীগে নারীর সংখ্যা খুবই কম। গতকাল (শুক্রবার) সকালে দক্ষিন কেরানীগঞ্জের আইন্তা এলাকায় কোন্ডা ইউনিয়ন ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন থানা ছাত্রলীগের আহŸায়ক ফারুক হোসেন মিঠু। কোন্ডা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রোমেল মাহমুেেদর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, কোন্ডা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক, ঢাকা জেলা আ’লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ম.ই. মামুন, ঢাকা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মনির হোসেন রাজিব, থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান রাসেল, কোন্ডা ইউনিয়ন আ’লীগের যুগ্ম আহ্বায়ক কাজী সুলতান মাহমুদ সাইফুল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রলীগ

২০ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ