নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব ও গ্রীন ইউনিভার্সিটির উদ্যোগে এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। দেশের ২০টি বিশ্ববিদ্যালয় এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান তাজভীর। এসময় বিশেষ অতিথি ছিলেন শেখ জামালের গভর্নিং বডির চেয়ারম্যান মনজুর কাদের, গ্রিন ইউনিভার্সিটির রেজিস্টার লে: জেনারেল মইনুল ইসলাম, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, খন্দকার রকিবুল ইসলাম ও সাঈদ হাসান কাননসহ অন্যরা।
গুলশানের হলি আর্টিজেন রেস্টুরেন্টে জঙ্গীদের হাতে আত্মত্যাগকারী সাহসিক ফারাজের নামে উৎসর্গ করা হয় এই টুর্নামেন্ট। ফলে এর নামকরন হয় ‘ফারাজ চ্যালেঞ্জ কাপ’। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মোট ৩টি খেলা মাঠে গড়ায়। কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সকাল ৯টায় অনুষ্ঠিত প্রথম ম্যাচে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ১-১ গোলে ড্র করে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিপক্ষে। ম্যাচ সেরা হন প্রাইম এশিয়া দলের রিয়াদ। একই মাঠে সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় ম্যাচে আইইউবিএটি ইউনিভার্সিটি ২-০ গোলে হারায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের নাদিম। বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেলে উদ্বোধনী ম্যাচে আইউবি ইউনিভার্সিটি ৩-২ গোলের জয় পায় বাংলাদেশ টেক্সটাইলস ইউনিভার্সিটির বিপক্ষে। ম্যাচের সেরা খেলোয়াড় হন আইউবি’র পিয়াস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।