নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ফেদেরারের ভবিষ্যদ্বানীই সত্যি হলো। ২৮ বছর বয়সী সিলিচকেই ফাইনালে দেখছিলেন রজার ফেদেরার। সেন্টার কোর্টে গতকাল আমেরিকান ২৪তম বাছাই স্যাম কুয়েরিকে হারিয়ে প্রথমবারের মত উইম্বলডনের ফাইনালে পৌঁছে গেছেন মারিন সিলিচ। প্রথম সেটে টাইব্রেকারে হেরে বসেন ক্রেয়েশিয়ান সাত নম্বর বাছাই। কিন্তু পরের তিন সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৬-৭ (৬-৮), ৬-৪, ৭-৬ (৭-৩), ৭-৫ গেমের নিজের ইতিহাস লেখেন সিলিচ। ২০১৪ ইউএস ওপেনজয়ী সিলিচের এটি দ্বিতীয় গ্র্যান্ড ¯ø্যাম ফাইনাল। পুরুষ এককে দ্বিতীয় ক্রোয়েশিয়ান হিসেবে ফাইলে ওঠা সিলিচের কাছে পুরো ব্যাপারটাই অবিশ্বাস্য মনে হচ্ছে। ম্যাচ শেষে তার প্রথম বাক্যই ছিল, ‘এটা অবিশ্বাস্য।’ ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড ¯ø্যাম সেমিফাইনালের পথে ২৯ বছর বয়সী কুয়েরি তিনটি টানা ৫ সেটের ম্যাচ খেলেছেন। কিন্তু এই পর্বে এসে তাকে থামতে হলো চার সেটেই। মোট ১৪টি ব্রেক পয়েন্ট জেতেন সিলিচ, কুয়েরি তিনটি।
দিনের আরেক সেমিফাইনালে ফেদেরারের ভাগ্যে কি লেখা হয়েছে তা অবশ্য এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। তবে আসরের রেকর্ড অষ্টম শিরোপার পথে টমাস বার্ডিচের বিপক্ষে অবশ্য ৪-২ পয়েন্টে এগিয়ে ছিলেন সুইস তারকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।