Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সূর্যগ্রহণ ৯ হাজার মেগাওয়াট পর্যন্ত শক্তি শুষে নিতে পারে

| প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আগামী মাসে প্রাক্কলিত সূর্যগ্রহণের ফলে যুক্তরাষ্ট্রের সৌর বিদ্যুৎ উৎপাদন কমে গিয়ে ৭০ লাখ বাড়িতে শক্তি সরবরাহ বন্ধ করে দিতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। আকাশ কালো হয়ে যাওয়ার ফলে সোলার ফার্ম ও বাড়ির ছাদে থাকা এই সৌর প্যানেলগুলো কোনও শক্তি উৎপাদন করতে পারবে না। চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেয়ার মত এই বিরল ঘটনাটি ঘটবে আগস্টের ২১ তারিখে। এতে অরিগন থেকে দক্ষিণ ক্যারোলিনা পর্যন্ত ৭০ মাইল (১১৩ কিলোমিটার) প্রশস্ত ছায়া পড়বে যুক্তরাষ্ট্রে। বøুমবার্গের হিসাব অনুযায়ী, বৃহদাকারের সোলার ফার্ম ও ছাদে বসানো সোলার প্যানেলে উৎপাদিত শক্তির প্রায় ৯ হাজারেরও বেশি মেগাওয়াট শক্তি উৎপাদন বন্ধ থাকবে। যা নয়টি পারমাণবিক চুল্লির সমান শক্তি ধারণ করে। সূর্যগ্রহণের স্থায়িত্বকাল হবে নিউ ইয়র্ক সময়ে দুপুর ১২টা ৫ মিনিট থেকে বিকেল ৪টা ৯ মিনিট পর্যন্ত। ২০১২ সালে যুক্তরাষ্ট্রের গ্রিডগুলোতে সৌরশক্তির উৎপাদন বাড়ানো হয় নয়গুণ। যার ফলে বিদ্যুতের পাইকারী মূল্য বর্তমানে অনেক কম আছে। তাই ধারণা করা হচ্ছে, এই সূর্যগ্রহণের প্রভাবে শক্তিখাতের পাইকারী মূল্য একটু বাড়তে পারে। কারণ. গরমকাল হিসেবে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বিদ্যুতের ব্যবহার অনেক বেড়ে যায়। নাসার তথ্যমতে, ১৯৭৯ সালে নিউ ইয়র্কে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ সংঘটিত হয়েছিল। বøুমবার্গ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ