Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ সফরে দল নিয়ে বিপাকে অস্ট্রেলিয়া

| প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


দ্ব›দ্ব নিরসনে এবার স্বয়ং প্রধানমন্ত্রী!
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বোর্ড এবং খেলোয়াড়দের মধ্যে দ্ব›দ্ব ক্রমশই ঘনীভূত হচ্ছে, আর এতে শঙ্কায় পড়ছে দেশটির ক্রিকেট। এমন অবস্থায় এবার স্বয়ং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীই অনুরোধ করেছেন দুই পক্ষকে সমঝোতায় আসার জন্য।
স¤প্রতি যুক্তরাজ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। রাজনৈতিক, বাণিজ্যিক প্রভৃতি বিষয় ছাপিয়ে আলোচনায় জায়গা করে নেয় অস্ট্রেলিয়ার ক্রিকেটের চলমান দুঃসময়ের কথা। থেরেসা মের সঙ্গে আলোচনায় ম্যালকম টার্নবুল বলেন, ‘দেশের মানুষ তাদের ক্রিকেট দলকে সবসময় মাঠে দেখতে চায়। আমি অনুরোধ জানাচ্ছি দুই পক্ষই যেন চলমান সমস্যার সমাধান করে নেয়।‘
অস্ট্রেলিয়ান ক্রিকেটের অচলাবস্থা নিরসনে স¤প্রতি আলোচনায় বসেছিল বোর্ড কর্তৃপক্ষ ও খেলোয়াড়দের পক্ষ। যদিও আলোচনায় সমঝোতায় আসার প্রস্তাব দিতে পারেনি কোনো পক্ষই।
এফটিপি অনুসারে আগামী আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। যদিও অস্ত্রেলিয়ানহ বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে চলমান টানাপড়েনে বহুল আকাঙ্ক্ষিত সিরিজটির মাঠে গড়ানো নিয়ে অনেকেই আছেন শঙ্কায়। তবে অস্ট্রেলিয়ান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে না আসার কোনো কারণ নেই তাদের।
এদিকে, যদি সকল সমস্যা মিটে যায় তারপরও বাংলাদেশ সফরের দল নির্বাচন নিয়ে বিপাকে পড়তে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত মাসে বাংলাদেশ সফরের জন্য যে ১৩ জনের দল ঘোষণা করেছে সিএ, তাতে নেই মিচেল স্টার্ক। চোটে পড়ায় তিনি এখন দলের বাইরে। আগস্টে বাংলাদেশ সফরের আগে তাঁর জায়গায় আরেকজন পেসার যোগ করার কথা জানিয়েছিল সিএ। সেই পেসার নির্বাচন হওয়ার কথা অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর থেকে।
কিন্তু আর্থিক বিষয়ে সিএ ও খেলোয়াড়দের দ্ব›েদ্বর জেরে কদিন আগে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া ‘এ’ দল। এই সফরে নির্বাচকেরা পরখ করে দেখতে চেয়েছিলেন ‘এ’ দলের চার পেসারকে। চার পেসারের মধ্যে সবচেয়ে ভালো খেলা একজনকে বাংলাদেশ সফরের দলে যোগ করার পরিকল্পনা ছিল নির্বাচকদের। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফর বাতিল হওয়ায় সেটি আর হচ্ছে কোথায়? বাংলাদেশ সফরে ১৪ জনের পূর্ণ স্কোয়াড তৈরি করতে তাই খানিকটা বিপাকে সিএ।
দক্ষিণ আফ্রিকা সফরে ভালো করতে পারলে অস্ট্রেলিয়া ‘এ’ দলে থাকা লেগ স্পিনার মিচেল সুইপসনকেও বিবেচনা করতে চেয়েছিলেন নির্বাচকেরা। উপমহাদেশের কন্ডিশন বিবেচনা করেই তাঁদের এই চিন্তা। সেটিও হচ্ছে না সফরটা বাতিল হওয়ায়। ট্রেভর হনসের নেতৃত্বে সিএর তিন সদস্যের নির্বাচক দলকে এখন তাকিয়ে থাকতে হবে ১০ আগস্ট ডারউইনে শুরু কন্ডিশনিং ক্যাম্পে। সেখানে দুই দলে ভাগ হয়ে তিন দিনের একটি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া দল। চূড়ান্ত স্কোয়াডের বাইরে থাকা পেসার কিংবা স্পিনারদের কেউ ভালো করলে হয়তো তাঁকে ১৪ জনের দলে নিতে পারেন তাঁরা।
বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বর্তমান চুক্তি শেষ হয়েছে ৩০ জুন। এরপর থেকে বেকার হয়ে আছেন ২৩০ জনের মতো ক্রিকেটার। নতুন চুক্তিতে প্রস্তাবিত বেতন-ভাতা নিয়ে দুই পক্ষের সমঝোতা হয়নি এখনো। কন্ডিশনিং ক্যাম্প শুরুর আগে সে ঝামেলা মিটলেই হয়!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ