Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মরকেলের আনলাকি ‘থার্টিন’

| প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : লর্ডসে বেন স্টোকস ব্যাট করছিলেন ৪৪ রানে। মরনে মরকেলের দুর্দান্ত এক ডেলিভারিতে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান ইংলিশ ব্যাটসম্যান। বল গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে। কিন্তু মরকেল ক্ষণিকের জন্য উদযাপনে বাধ সাধেন আম্পায়ার, নো বল। মরকেল আবারও দাগের বাইরে পা দিয়েছেন। এমন অনাকাক্সিক্ষত কারণে ক্যারিয়ারে ১৩ বার উইকেট উদযাপন থেকে বঞ্চিত হতে হয়েছে প্রোটিয়া এই পেসারকে! এর চেয়ে বেশি আর কোন বোলারকে এমন দুর্ভাগ্য বরণ করে নিতে দেখেনি ক্রিকেট বিশ্ব। বিরল এই বিশ্ব রেকর্ড গড়ে বিস্মিত মরকেলও, ‘১৩ বার, বিশ্ব রেকর্ড! এই ১৩টা উইকেট পেলে ভালোই লাগত। তবে সত্যি বলতে উইকেটগুলো আমার ভাগ্যে ছিল না। ইংল্যান্ডের বোলাররাও কয়েকটা নো বল করেছে, যেগুলোতে তারা একটা করে উইকেট পেতেই পারত।’
এ নিয়ে আক্ষেপ যেমন নেই, নিজের বোলিং অ্যাকশন পরিবর্তন নিয়েও কোন ভাবনা নেই মরকেলের, ‘আমার পক্ষে রান আপ আরও লম্বা করা সম্ভব না। অথবা ছোটও করতে পারব না আমি। আমার মনে হয় আমার ঠিক ছন্দের পাশাপাশি টাইমিংটাও জরুরী। যত বেশি টেস্টে বল করব তত বেশি টাইমিংটা ভালো হবে। আমি এটা নিয়ে কাজ করতে পারি যাতে আমার পা লাইনের বাইরে না যায়। আপনি কখনোই ভালো ব্যাটসম্যানকে আরেকবার জীবন দেওয়ার পক্ষপাতী হবেন না। আমাকে এর জন্য পরিশ্রম করে যেতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ