Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইনালে ভেনাস-মুগুরুজা

| প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বয়স হয়ে গেছে ৩৭, আসরে শিরোপা জিতেছেন ৫ বার। ভেনাস উইলয়ামসের পরিণত উদযাপনই যেন সেই বার্তা দিয়ে দিলো। উম্বলডনের শেষ চারের ম্যাচে গতকাল ইংল্যান্ডের জোহান্না কোন্তাকে ৬-৪, ৬-২ গেমে উড়িয়ে দেওয়ার পর ¯্রফে দুই বাহু উপরে তুললেন ভেনাস। এই ছাড়া উইলিয়ামস বড় বোনের উদযাপনে বাড়তি কোন উন্মদনা নেই।
শেষ আট থেকে অ্যান্ডি মারের বিদায়র পর বৃটিশদের স্বপ্ন ধারণ করে ছিলেন ১০ নম্বর বাছাই কোন্তা। কিন্তু তিনিও পারলেন না ইংলিশদের ৪০ বছরের পুরোনো রেকর্ড নতুন করে লিখতে। সর্বশেষ ১৯৭৭ সালে কোন বৃটিশ নারী এককের ফাইনালে খেলেছিল।
১৯৯৪ সালে মার্টিনা নাভ্রাতিলোভার পর সবচেয়ে বেশি বয়সী হিসেবে কোন গ্র্যান্ড ¯ø্যামের ফাইনালে উঠলেন ভেনাস। সাত গ্র্যান্ড ¯ø্যামের প্রথমটি জিতেছিলেন ২০০০ সালে, শেষটাও প্রায় এক দশক হতে চলল (২০০৮)। এবার হয়ত সেই অপেক্ষা ঘুঁচিয়েই উদযাপনটা করতে চাইছেন আমেরিকান তারকা। এজন্য আগামীকালের ফাইনালে তাকে জিততে হবে গার্বিন মুগুরুজার বিপক্ষে।
দিনের অপর সেমিফাইনালে ¯øভাকিয়ান অবাছাই মাগদালেনা রিবারিকোভকে এদিন দাঁড়াতেই দেননি মুগুরুজা। মাত্র ৬৪ মিনিটের লড়াইয়ে ৮৭ র‌্যাংকিংধারীকে ৬-১, ৬-১ গেমে উড়িয়ে দেন ২৩ বছর বয়সী স্প্যানিশ। ২০১৬ ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন মুগুরুজার সামনে এখন দ্বিতীয় গ্র্যান্ড ¯ø্যাম জয়ের সুযোগ।


আরামবাগের প্রস্তুতি ম্যাচ
স্পোর্টস রিপোর্টার : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগকে সামনে রেখে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে আরামবাগ ক্রীড়া সংঘ। ১৪ জুলাই সকাল ৭টায় বুয়েট মাঠে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ১৬ জুলাই বিকাল চারটায় বিকেএসপিতে নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে এ দুই ম্যাচ খেলবে আরামবাগ। জাতীয় দলের সাবেক কোচ মারুফুল হকের তত্বাবধানে বর্তমানে অনুশীলন করছেন আরামবাগের ফুটবলাররা। দলের শক্তি পরখ করতেই দুই প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত কোচ মারুফের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ