নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : দলের বাকি সদস্যরা যখন প্রাক মৌসুম অনুশীলন ক্যাম্পে, মেসি-নেইমারের কাঁধে তখন অন্য দায়ীত্ব। কোন সন্দেহ নেই দলের সবচেয়ে বড় তারকা এই দুজনই। ক্লাবের নতুন স্পন্সর স্বত্ত¡ জাপানীজ ই-কমার্স জায়ান্ট রাকুটেনের আমন্ত্রণে তাই এখন তারা জাপানে। তাদের সাথে আছেন জেরার্ড পিকে ও আর্দা তুরানও। এ উপলক্ষে টোকিওর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মৌসুমে নিজের লক্ষ্যের কথা জানান লিওনেল মেসি।
অবশ্য নতুন কোচ আর্নেস্তো ভালভার্দের অধীনে আসন্ন মৌসুমে তেমন বড় কিছু করার প্রতিশ্রæতি দেননি আর্জেন্টাইন তারকা। তবে ৫ বারের বর্ষসেরা জানিয়েছেন, বরাবরের মত এবারো নিজের সেরাটাই দিতে চান তিনি, ‘আমি সব সময় যা বলি এবারও সেই কথাই বলতে চাই। যখনই একটি নতুন মৌসুর শুরু হয় তখন ক্লাবের একটি সুস্পষ্ট লক্ষ্য থাকে। বার্সেলোনা চায় তার সেরাটা খেলতে।’ নতুন কোচের অধীনে মৌসুম শুরু করতেও মুখিয়ে আছেন জানিয়ে তিনি বলেন, ‘তাকে পেয়ে ব্যক্তিগতভাবে আমি দারুণ খুশী, এখন নতুন মৌসুম শুরু করতে মুখিয়ে আছি। ভালভার্দের অধীনে সবকিছুই নতুনভাবে হবে। তার সুখ্যাতি সম্পর্কে আমরা সবাই শুনেছি। আশা করছি মৌসুমের শুরুটা ভালই হবে। আমরা সকলেই নিজেদের সেরাটা দিতে চেষ্টা করবো।’
নতুন মৌসুম নিয়ে সবচেয়ে বেশী আগ্রহী মেসির সতীর্থ আরদা তুরান। গেল মৌসুমের প্রায় পুরোটা সময়ই তাকে কাটাতে হয়েছে একাদশের বাইরে থেকে। নতুন কোচের অধীনে হয়তো আরেকটু বেশিই প্রত্যাশা তার। তুরস্কর জাতীয় দলের এই মিডফিল্ডার বলেন, এবারের মৌসুমে সবগুলো শিরোপা জয় করা গুরুত্বপূর্ণ।
রাকুটেনের সাথে চার বছরের চুক্তি হয়েছে বার্সার। এজন্য বছরে ৫৫ মিলিয়ন ইউরো পাবে কাতালান ক্লাবটি। ২০১৩ সাল থেকে বার্সেলোনার জার্সির স্পন্সর ছিল কাতার এয়ারওয়েজ। আসন্ন মৌসুমে সে জায়গা দখল করলো ই-কমার্স প্রতিষ্ঠান রাকুটেন। প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই জে-লীগের দল ভিসেল কোব ও পেশাদার বেসবল দল গোল্ডেন ঈগলসের স্পন্সর হিসেবে কাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।