মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী চীন ইতিহাসে প্রথমবারের মতো সৈন্য সংখ্যা হ্রাস করতে যাচ্ছে। সেনাবাহিনী ঢেলে সাজানোর লক্ষ্যে সেনা সংখ্যা ২৩ লাখ থেকে কমিয়ে ১০ লাখের নিচে নামিয়ে আনা হবে বলে চীনের এক সরকারি সংবাদপত্র জানিয়েছে। অন্যদিকে প্রথমবারের মতো বিদেশে ঘাঁটি গড়তে যাচ্ছে বিশ্বের অন্যতম শীর্ষ ক্ষমতাধর দেশটি। চীনা সেনাবাহিনীর সংবাদপত্র পিএলএ ডেইলি জানায়, সেনাবাহিনীর আকার ছোট করে আনলেও পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নৌ ও ক্ষেপণাস্ত্র বাহিনীসহ অন্যান্য সেবায় সদস্য সংখ্যা বৃদ্ধি করবে। সংবাদপত্রটি আরো জানিয়েছে, সংস্কারের মাধ্যমে পুরনো সামরিক কাঠামো প্রতিস্থাপন করা হবে। দেশের কৌশলগত লক্ষ্য ও নিরাপত্তা প্রয়োজন অনুসারে এ সংস্কার করা হচ্ছে। অতীতে পিএলএর লক্ষ্য ছিল যুদ্ধ ও দেশের প্রতিরক্ষা। এখন এ লক্ষ্যেরও মৌলিক পরিবর্তন ঘটবে। বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সেনাবাহিনীতে এত বিপুল পরিমাণ সেনা কমানো হচ্ছে। চীনের ইতিহাসেও প্রথমবারের মতো সক্রিয় সেনা সংখ্যা কমিয়ে ১০ লাখের নিচে আনা হচ্ছে। চীনা দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, পিএলএ নেভি, পিএলএ স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স ও পিএলএ রকেট ফোর্সের সদস্য সংখ্যা বাড়ানো হবে, তবে বিমানবাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা অপরিবর্তিত থাকবে। এর আগে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং তিন লাখ সেনা কমানোর ঘোষণা দিয়েছিলেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপাত্ত মতে, ২০১৩ সালে পিএলএ সামরিক বাহিনীর সংখ্যা ছিল প্রায় সাড়ে আট লাখ। তবে সেনাবাহিনীর পূর্ণাঙ্গ ক্ষমতার কথা কখনো আনুানিকভাবে প্রকাশ করা হয়নি। এদিকে আফ্রিকা অন্তরীপের জিবুতিতে প্রথমবারের মতো সামরিক ঘাঁটি গড়তে যাচ্ছে চীন। এ উদ্দেশ্যে সেনাসদস্য নিয়ে জিবুতির পথে যাত্রা করেছে চীনা জাহাজ। এর মাধ্যমে চীনের দ্রæত আধুনিকায়ন হওয়া সামরিক বাহিনী দেশের গÐি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হলো। ভারত মহাসাগরের উত্তর-পশ্চিম তীরে জিবুতির অবস্থান ভারতের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।