মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ক্রেমলিন গত বুধবার জোর দিয়ে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলের সঙ্গের রাশিয়ার এক আইনজীবীর মধ্যে সাক্ষাতের সঙ্গে তারা কোনভাবেই সম্পৃক্ত নয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা বলেই দিয়েছি যে, এই পুরো কাহিনীর সঙ্গে আমাদের কোনই যোগ নেই। তিনি বলেন, এই আইনজীবীর সঙ্গে কখনোই আমাদের কোন যোগাযোগ হয়নি। আর তাই এর সাথে আমাদের সম্পৃক্ততা নেই এবং আমাদের কিছু বলারও নেই। আমাদের সঙ্গে তার (আইনজীবী) সামান্যতম সম্পর্কও নেই। পেসকভ ভেসেলনিৎস্কয়া নামের ওই নারী আইনজীবী রাশিয়ার সরকারের হয়ে কাজ করছিলেন, এমন দাবিকে অযথার্থ ও অযৌক্তিক বলে উড়িয়ে দেন। ভেসেলনিৎস্কয়া নিজেও রুশ কর্তৃপক্ষের সঙ্গে তার কোন ধরনের সম্পৃক্ততা এবং হিলারি ক্লিনটন সম্পর্কে তার কাছে কোন ক্ষতিকর তথ্য থাকার কথা অস্বীকার করেছেন। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার সকালে এক টুইট বার্তায় তার বড় ছেলেকে নির্দোষ বলে দাবি করেছেন। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর ভূমিকা নিয়ে জল্পনা-কল্পনা আরো উস্কে দেয়া কয়েকটি ই-মেইল ঘিরে নতুন বিতর্কের প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প গত বুধবার এ কথা বললেন। ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে মঙ্গলবার কয়েকটি ই-মেইল প্রকাশ করে যাতে দেখা যায়, তিনি তার পিতার নির্বাচনী প্রচারণায় রাশিয়ার সহায়তার প্রচেষ্টাকে সমর্থন করছেন। তিনি স্বীকার করছেন যে, হিলারি ক্লিনটনের ওপর নিক্ষেপ করতে মস্কোর কাছ থেকে আবর্জনা পেতে তিনি পছন্দ করবেন। টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প ফক্স নিউজে তার ছেলের সাক্ষাৎকারের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, গতরাতে আমার ছেলে একটি ভালো কাজ করেছে। আরটি, ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।