Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিবাসন কমাতে আফ্রিকার জন্য গর্ভনিরোধক সহায়তা

| প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উন্নয়নশীল দেশগুলোতে পরিবার পরিকল্পনায় আরও অনুদান দেয়ার অঙ্গীকার করেছে ডেনমার্ক; এর ফলে ইউরোপে অভিবাসনের চাপ কমে আসবে বলেও ধারণা দেশটির। গত বুধবার রাজধানী কোপেনহেগেনে এক সংবাদ সম্মেলনে দেশটির উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী উলা তরনেস এই কর্মসূচিতে ৯১ মিলিয়ন ক্রোনার (১ কোটি ৪০ লাখ ডলার) দেয়ার ঘোষণা দিয়েছেন। তরনেস বলেছেন, অবাঞ্ছিত গর্ভধারণ বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য বড় ধরনের মানবিক ও সামাজিক ব্যয়ের কারণ হয়। আফ্রিকার জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। গত মঙ্গলবার লন্ডনে এক সম্মেলনে তরনেস বলেছেন, বিশ্বের দরিদ্রতম দেশগুলোর অন্তত ২২ কোটি ৫০ লাখ নারী এখনো পরিবার পরিকল্পনার আওতার বাইরে। বিশেষভাবে আফ্রিকার কথা উল্লেখ করে তিনি বলেন, মহাদেশটির জনসংখ্যা বৃদ্ধি কমাতে গর্ভনিরোধ প্রকল্প ও পরিবার পরিকল্পনার সুযোগ বাড়ানো ডেনিশ সরকারের বিদেশ ও নিরাপত্তা নীতিতে গুরুত্ব পাচ্ছে। আফ্রিকার জনসংখ্যা যদি এ হারে বাড়তে থাকে, তাহলে এখনকার ১২০ কোটি লোক ২০৫০ সালে দ্বিগুণ হয়ে আড়াইশ’ কোটিতে পৌঁছাবে। ইউরোপে অভিবাসনের চাপ কমাতে সমাধানের অংশ হিসেবে আফ্রিকার অনেক দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কমানো প্রয়োজন, বলেন তরনেস। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ