মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের কোয়েটায় ইসলামপন্থী বন্দুকধারীর গুলিতে ৪ পুলিশ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবারের এই হামলাটির দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান ও আইএস উভয় গোষ্ঠী। ব্রিটিশ বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। বন্দুকধারীর হামলায় পুলিশ সুপার মুবারক শাহ (৫৬) নিহত হয়েছেন। নিহত অন্য তিন পুলিশ সদস্য তার পাহারায় নিযুক্ত ছিলেন। কোয়েটা পুলিশের এক কর্মকর্তা মোহাম্মদ সুলতান জানান, থানায় আসার পথে বন্দুকধারীরা এ হামলা চালায়। চার বন্দুকধারী মোটরসাইকেলে চড়ে এই হামলা চালায়। পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। অপর এক পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এই হামলার নিন্দা জানিয়েছেন। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবানের একটি শাখা, জামাত-উল-আহরার। আবার আমাক নিউজ এজেন্সির ওয়েবসাইটে হামলার দায় স্বীকার করেছে আইএস। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।