নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ভিসা জটিলতায় কমনওয়েলথ ইয়ুথ গেমসে অংশ নিতে বাহামা যেতে পারলেন না বাংলাদেশের চার ক্রীড়াবিদ। নাম নিবন্ধন এবং অনুশীলন করেও শেষ পর্যন্ত এই গেমসে অংশ নেয়া হচ্ছে না লাল-সবুজদের। ভিসা পেতে তিনবার জন্য চেষ্টা করলেও বাংলাদেশ দলকে ফিরিয়ে দিয়েছে আমেরিকান দূতাবাস। তথ্যটি নিশ্চিত করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ফখরুদ্দিন হায়দার।
আগামী ১৯ জুলাই বাহামায় বসছে কমনওয়েলথ ইয়ুথ গেমসের ষষ্ঠ আসর। শেষ হবে ২৩ জুলাই। এ আসরে বাংলাদেশের ক্রীড়াবিদদের অংশ নেয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। জানা গেছে, চার ক্রীড়াবিদসহ বাংলাদেশ দলের সাতজনের নামে সরকারী আদেশ (জিও) জারি হয়েছিল। এরা হলেন- আজহারুল ইসলাম, ফারজানা, আরিফুল ইসলাম ও ডথুই প্রæ মারমা (ক্রীড়াবিদ)। এবং কোচ কাম ম্যানেজার রাবেয়া খাতুন, সিজিএ অফিসিয়াল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ফখরুদ্দিন হায়দার ও টিম অফিসিয়াল এমএ কুদ্দুস খান। বিশ্বস্ত সুত্র জানায়, বাহামার নাসাউ বিমান বন্দরে যেতে হলে আমেরিকার মিয়ামী বিমানবন্দর ব্যবহার করতে হবে। তাই ভিসা পেতে আমেরিকান দূতাবাসে কাগজপত্র জমা দেয়া হয়েছিল। কিন্তু তিনবার চেষ্টা করেও সফল হয় বিওএ। বাংলাদেশের সাতজনের ভিসা দিতে অস্বীকৃতি জানায় ঢাকাস্থ আমেরিকান দূতাবাস। যার ফলে অংশ নেয়া হচ্ছে না কমনওয়েলথ গেমসে। এ প্রসঙ্গে ফখরুদ্দিন হায়দার বলেন, ‘তিনবার আমাদেরকে ফিরিয়ে দিয়েছে আমেরিকান দূতাবাস। এখন তো আর বলাই যাবে না তাদেরকে। ফলে এই গেমসে আর আমাদের অংশ নেয়া হচ্ছে না।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।