নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : আসর যতই ছোট হচ্ছে ততই বিদায় নিচ্ছেন একের পর এক তারকা। গতকাল উইম্বলডনের আকাশ থেকে ঝরে গেল আরো একটি তারকা। আসরের বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বর তারকা অ্যান্ডি মারের স্বপ্নকে কেড়ে নিয়ে প্রথমবারের মত সেমিফাইনলে উঠেছেন স্যাম কুয়েরি। এ নিয়ে টানা দ্বিতীয় বারের মত উইম্বলডনের ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে বিদায় করলেন ২৪তম এই আমেরিকান বাছাই।
প্রথমবারের মত আসরের শেষ চার নিশ্চিত করেছেন মার্টিন সিলিচও। রাফায়েল নাদাল ঘাতক গিলিস মুলারকে ৬-৩, ৬-৭ (৬-৮), ৫-৭, ৭-৫, ১-৬ গেমে হারিয়ে সেমিফাইনল নিশ্চিত করেছেন মোনাকোর ৬ নম্বর বাছাই।
প্রথম সেট হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে উল্টো লিড নেন মারে। কিন্তু সেন্টার কোর্টে শেষ দুই সেটে ঘরের মাঠের সমর্থকদের উচ্ছ¡াসিত সমর্থন কাজে লাগল না স্যাম কুয়েরির ক্ষুনে মনোভবের কাছে। আরো দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৬-৩, ৪-৬, ৭-৬, ১-৬, ১-৬ গেমে ম্যাচ নিজের পকেটে পুরে নেন কুয়েরি। ২০০৯ সলে অ্যান্ডি রডিকের পর প্রথম আমেরিকান হিসেবে কোন গ্র্যান্ড ¯ø্যামের সেমিফাইনালে পৌঁছালেন বছরের প্রথম গ্র্যান্ড ¯ø্যাম অস্ট্রেলিয়ান ওপেনজয়ী ২৯ বছর বয়সী কুয়েরি। ম্যাচ শেষে উচ্ছ¡াসিত কুয়েরি বলেন, ‘আমি এখনো কিছুটা ঘোরের মধ্যে। নিজের সেরাটা দিয়ে শুরু করতে পারিনি। তবে লড়াই চালিয়ে গেলি। খুব ভালো লাগছে। এটা স্বপ্ন পূরণ হওয়ার মত ব্যাপার, উইম্বলডনে হওয়ায় তা আরো মধুর।’
আগের দিন নারী এককে সেমিফাইল নিশ্চিত করেন জোহানা কোন্তা, ভেনাস উইলিয়ামস, গারবিন মুগুরুজা ও মাগডালেনা রিবারিকোভা। ১৯৭৮ সালের পর প্রথম বৃটিশ খেলোয়াড় হিসেবে উইম্বলডন টেনিসের নারী বিভাগের সেমিফাইনাল নিশ্চিত করেন কোন্তা। শেষ চারে তার প্রতিপক্ষ ভেনাস উইলিয়ামস। পাঁচ বারের চ্যাম্পিয়ন মার্কিন তারকা ভেনাসও ১৯৯৪ সালের পরে সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবে শেষ চারের টিকেট পেয়েছেন।
স্বাগতিক সমর্থকদের সামনে বিশ্বের দুই নম্বর খেলোয়াড় রোমানিয়ান সিমোনা হালেপকে ৬-৭ (২/৭), ৭-৬ (৭/৫), ৬-৪ গেমে পরাজিত করেন কোন্তা। এই পরাজয়ে হালেপের বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথমবারের মত শীর্ষস্থানে ওঠাও ব্যহত হলো। একইসাথে এ্যাঞ্জেলিক কারবারকে হটিয়ে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়া চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভা ডবিøউটিএ র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছেন।
এদিকে দিনের অপর ম্যাচে ভেনাস ৬-৩, ৭-৫ গেমের সরাসির সেটে সহজেই ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ইয়েলেনা ওস্তাপেনকোকে পরাজিত করে ২৩ বছর আগে মার্টিনা নাভ্রাতিলোভার রেকর্ড ভঙ্গ করেন। অল ইংল্যান্ড ক্লাবে এখন ৩৭ বছর বয়সী ভেনাসই সবচেয়ে বেশী বয়সী নারী খেলোয়াড় হিসেবে উইম্বডনের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেন। ছোট বোন সেরেনা উইলিয়ামসের সাথে আসরে সর্বোচ্চ ৮৬টি জয়ের রেকর্ড এখন ভেনাসেরও।
নারী এককের অপর সেমিফাইনালে আজ মুখোমুখি হবেন গারবিন মুগুরুজা ও মাগডালেনা রিবারিকোভা। স্প্যানিশ মুগুরুজা রাশিয়ান সপ্তম বাছাই সেভেতলানা কুজনেতসোভার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ৬-৩, ৬-৪ গেমের সহজ জয় পান। এছাড়া যুক্তরাষ্ট্রের ২৪তম বাছাই কোকো ভানডেওয়েগেকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে শেষ চার নিশ্চিত করেন ২৮ বছর বয়সী রিবারিকোভা।
সেমিফাইনালে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম ব্যুরো : ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়কে ৪-১ গোলে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে এ-গ্রæপ থেকে সেমিফাইনালে উঠেছে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়। এটি তাদের দ্বিতীয় জয়। নাইজেরিয়ার খেলোয়াড় আবদুল্লাহ ইব্রাহিম হ্যাটট্রিক করেন। তাদের অপর গোলটি আসে রুবেলের পা থেকে। ইস্ট ডেল্টার অধিনায়ক সামিউল একটি গোল পরিশোধ করে ব্যবধান কমায়। দিনের অপর ম্যাচে ৩-০ গোলে চট্টগ্রাম মেডিকেল কলেজকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার পথ প্রশস্ত করেছে সাদার্ন বিশ্ববিদ্যালয়। ইসমাইল আবদি দুইটি ও সাজ্জাদ একটি গোল করে। আজ সাদার্ন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাথে ড্র করলেই সেমিফাইনালে উৎসবে মেতে উঠবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।