Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮ বছরের জন্য নিষিদ্ধ সোতসবে

| প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : একসময় ছিলেন আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ের এক নম্বর বোলার। শেষবারের মত অবশ্য জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন ২০১৪ টি-২০ বিশ্বকাপে, চট্টগ্রামে। এরপর ঘরোয়া ক্রিকেটের মধ্যেই সিমাবন্ধ হয়ে আছেন দক্ষিণ আফ্রিকান বাঁ-হাতি বোলার লনওয়াবা সোতসবে। ঘরোয়া টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট রাম ¯øামে ম্যাচ পাতানোর দায়ে তাকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ)। দুর্নীতিবিরোধী আচরণবিধি ভঙ্গ করায় এ শাস্তি পেলেন ৩৩ বছর বয়সী সোতসবে।
২০১৫ সালের রাম ¯ø্যাম আসরে আরও ছয় খেলোয়াড়ের সাথে ম্যাচ পাতানোয় জড়িয়ে যান সোতসবে। একই কারণে নিষিদ্ধ হয়েছেন দেশটির সেই ছয় ক্রিকেটার- গুলাম বোদি, আলভিরো পিটারসেন, থামি সোলেকাইল, জিন সিমস, পুমেলেলা মাতসিকবে ও এথি এমভালাতি। এদের নিষেধাজ্ঞার মেয়াদ ২ থেকে ২০ বছরের মধ্যে বিভিন্ন মেয়াদে। এসব খেলোয়াড়কে নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেট সিএসএর দুর্নীতি দমন ইউনিট।
ম্যাচ পাতানোর কথা স্বীকার করেছেন সোতসবে। তিনি বলেন, ‘আমি ক্রিকেট বিশ্বের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তখন আমি খুবই আর্থিক সংকটে ছিলাম। আমার সেই সময়ের খারাপ পরিস্থিতি আমাকে ম্যাচ পাতানোর মতো ন্যক্কারজনক কাজের দিকে ঠেলে দিয়েছিল। আমি এই কাজ করার পর এখন কী পরিমাণ অনুতপ্ত তা বলে বুঝাতে পারবো না। আশা করছি, ক্রিকেট বিশ্বের সকলে আমার পরিস্থিতিটা বুঝবেন এবং আমার অনুতপ্তের বিষয়টি বুঝে আমাকে ক্ষমা করবেন।’
২০০৯ সালের ১১ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম পা দেন সোতসবে। ঐ মাসেই অজিদের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গায়ে চড়ান টেস্টের জার্সি। এখন পর্যন্ত ৫ টেস্টে ৯টি, ৬১ ওয়াডেতে ৯৪টি ও ২৩টি টি-২০ ম্যাচে ১৮টি উইকেট নিয়েছেন সোতসবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ