Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

থাডের সফল পরীক্ষা যুক্তরাষ্ট্রের

| প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রশান্ত মহাসাগরের আকাশে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী থাড প্রতিরক্ষা সিস্টেমের সফল পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, পরীক্ষায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী থাড সিস্টেম সাফল্যের সঙ্গে একটি লক্ষ্যবস্তুকে গুলি করে নামিয়েছে। বিবৃতিতে বলা হয়, মধ্যবর্তী-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইআরবিএম) হুমকির বিরুদ্ধে থাডের সফল প্রদর্শনী উত্তর কোরিয়া ও অন্যান্য দেশের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সামর্থ্য তুলে ধরেছে, পরীক্ষায় থাড (টার্মিনাল হাই অ্যাল্টিট্যুড ডিফেন্স) উত্তর কোরিয়ার তৈরি করা মধ্যবর্তী-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অনুরূপ একটি কৃত্রিম ক্ষেপণাস্ত্রকে থামিয়ে দিয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। কয়েকমাস আগেই এই পরীক্ষাটির পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, কিন্তু শেষে উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচী নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে পরীক্ষাটি করা হল। সা¤প্রতিক সপ্তাহগুলোতে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। ৪ জুলাই দেশটি দাবি করে, তারা প্রথমবারের মতো সফলভাবে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে যা বিশ্বের যেকোনো দেশে আঘাত হানতে সক্ষম। কিন্তু উত্তর কোরিয়ার হওয়াসং-১৪ নামের ওই ক্ষেপণাস্ত্রটিকে আইআরবিএম বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তাই মঙ্গলবার আলাস্কা অঙ্গরাজ্যের কোডিকায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সামর্থ্যের পরীক্ষায় সে ধরনের একটি ক্ষেপণাস্ত্রই ধ্বংস করে থাড সিস্টেম। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ