মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আবার উত্তপ্ত হয়ে উঠছে। গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপসহ ইউক্রেন ঘিরে অবরোধে দুই ক্ষমতাশালী দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে ৩০ মার্কিন কূটনৈতিককে বহিষ্কার করার জন্য প্রস্তুত বলে জানিয়েছে রাশিয়া। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রের সঙ্গে এক রুশ আইনজীবীর বৈঠকের সত্যতা মিলেছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার ওপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞার পাল্টা জবাব হিসেবে ৩০ মার্কিন কূটনৈতিককে বহিষ্কার এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সম্পত্তি জব্দ করতে প্রস্তুত মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে এ হুমকির কথা জানা গেছে। অন্য রুশ কর্মকর্তারাও স¤প্রতি এ ধরনের বক্তব্য দিয়েছেন। এর আগে গত ডিসেম্বরে ওবামা প্রশাসন ৩৫ রুশ কূটনৈতিককে বহিষ্কার করে এবং দুটি গোয়েন্দা দপ্তর বন্ধ করে দেয়। এর বাইরে নয়টি সংস্থা ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়। অপর এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাধ্যবাধকতা না মানলে রাশিয়া সমুচিত জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি জব্দকৃত কূটনৈতিক সম্পত্তি ফিরিয়ে না দেয়, তাহলে রাশিয়া উচিত দেবে। ড়শ মঙ্গলবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান ফেদেরিকা মগেরিনির সঙ্গে বৈঠক শেষে তিনি এই হুঁশিয়ারি দেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের শাসনের পক্ষে ওকালতি যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাধ্যবাধকতাকে শ্রদ্ধা করবে বলেই আমরা প্রত্যাশ্যা করি। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।