মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আঙ্করায় নিযুক্ত রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেক্সি ইরখভ তুরস্কের ভূয়সী প্রশংসা করেছেন এবং তুর্কি জাতিকে বন্ধুত্বপূর্ণ, অতিথিপরায়ণ ও সম্মানিত বলে অভিহিত করেছেন। তিনি বলেন, তুরস্ক একটি আদর্শ দেশ যেখানে আদর্শ মানুষের বসবাস। সন্ত্রাসী হামলায় নিহত সাবেক রাষ্ট্রদূত আন্দ্রে কার্লোভের বদলে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন আলেক্সি ইরখভ। উল্লেখ্য, গত বছরের ১৯ ডিসেম্বর তুরস্কের রাজধানী আঙ্কারায় বন্দুকধারীর হামলায় নিহত হন সাবেক রাষ্ট্রদূত আন্দ্রে কার্লোভ। আঙ্কারার একটি আর্ট গ্যালারিতে এক চিত্র প্রদর্শনী পরিদর্শনের সময় তার ওপর এ হামলা হয়। এ ঘটনায় আহত হয় আরো তিনজন। এরপর জুন মাসে নতুন রাষ্ট্রদূত হিসেবে আলেক্সি ইরখভের নাম ঘোষণা করা হয় যিনি পূর্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের প্রধান ছিলেন। মস্কোতে নতুন রাষ্ট্রদূত আলেক্সি ইরখভ সাংবাদিকদের বলেন, তুরস্ক একটি আদর্শ দেশ যেখানে আদর্শ মানুষের বসবাস। তুর্কি জনগণ খুবই অতিথিপরায়ণ, বন্ধুত্বপূর্ণ এবং সম্মানজনক। তুরস্ক-রাশিয়া সম্পর্ক বিষয়ে তিনি বলেন, রাশিয়ার বিদেশনীতির ক্ষেত্রে তুরস্ক সবসময়ই একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয়। আনাদোলু নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।